Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে অটোরিক্সা ও অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের আঞ্চলিক শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা অটোরিক্সা ও অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের অর্ন্তভুক্ত চুনারুঘাট উপজেলার আঞ্চলিক শাখার ত্রি-বার্ষিক শ্রমিক প্রতিনিধি নির্বাচন ২০১৮-২০১৯ সনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।  গতকাল সোমবার সকাল ৮ থেকে দুপুর ২টা পর্যন্ত ৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা অটোরিক্সা ও অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহ মাজিদুর রহমান শিপু ও প্রধান প্রিজাইডিং ছিলেন চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম। প্রধান নির্বাচন কর্মকর্তা হলেন চুনারুঘাট উপজেলা শাখার সেলিম চৌধুরী, নির্বাচন কমিশনার সাংবাদিক আবুল কালাম আজাদ, সাইফুল আলম রুবেল, মিজানুর রহমান সেলিম, এইচএম সেলিম। পোলিং অফিসার ছিলেন-সাংবাদিক মহিদ আহমেদ চৌধুরী, এসএম সুলতান খান, মিজানুর রহমান, খন্দকার আলাউদ্দিন ও এসআর রুবেল মিয়া। নির্বাচন পরিদর্শনে ছিলেন দেওরগাছ ইউপি চেয়ারম্যান শামছুন নাহার চৌধুরী, মিরাশী ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান, সাবেক চেয়ারম্যান হুসাইন আলী রাজন, ডিসিপি হাই স্কুলের সহকারী শিক্ষক নাবিউল হক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মানিক সরকার, উপজেলা কৃষকলীগের সভাপতি শাহজাহান চৌধুরী, এসআই আতিকুল আলম খন্দকার। উক্ত নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় আলহাজ্ব আব্দুর কাদির সরকার সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। মোঃ আব্দুল হাই মিশুক মার্কায় (২৮৪) ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন ও তার নিকটতম প্রতিদ্ধন্ধি সাজিদ মিয়া কাপ-প্লেইট মার্কা ১৭৫ ভোট পান।
যুগ্ম সম্পাদক পদে আব্দুস সালাম চাকা মার্কা নিয়ে  (৩৩৭) ভোট এবং তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বি মলয় দেব চশমা মার্কা পেয়েছেন (২১৮) ভোট। সাংগঠনিক সম্পাদক পদে জমরুত মিয়া ঘোড়া মার্কা নিয়ে (১৫৩) ভোট ও তার নিকটমত প্রতিন্দ্বন্দ্বি আমির উদ্দিন বাঘ মার্কা নিয়ে (১৪৯) ভোট পান। সহ-সাংগঠনিক সম্পাদক পদে সুমন আহমেদ ডাব মার্কা নিয়ে (৪৩৮) ভোট ও তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বি ফরিদ মিয়া ফ্যান মার্কা নিয়ে (১১৫) ভোট। মিহির পাল ক্রিকেট ব্যাট মার্কা নিয়ে (২৩০) ভোট পেয়ে অর্থ সম্পাদক নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বি আব্দুল মন্নান রেডিও মার্কা নিয়ে (১৮২) পান। উক্ত কমিটি আগামী ৩ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।