Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জে ফায়ার সার্ভিস নির্মাণে জমি অধিগ্রহণের নামে কোটি টাকা হাতিয়ে নেয়ার পায়তারা

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে ফায়ার সার্ভিস নির্মাণের জমি অধিগ্রহণের নামে দায়িত্বপ্রাপ্ত অসাধু কর্মকর্তার যোগসাজশে একটি দালাল চক্র কোটি টাকা হাতিয়ে নেয়ার পায়তারা চালাচ্ছে। এর প্রতিকার চেয়ে হবিগঞ্জের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে এলাকাবাসির পক্ষ থেকে আবেদন করা হয়েছে। আবেদনে উল্লেখ করা হয়, বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় প্রতিটি উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভবন নির্মাণে ভূমি অধিগ্রহণ কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় আজমিরীগঞ্জ পৌর সদরের সমীপুর কুমারহাটি গ্রামের বাসিন্দা মতিলাল চৌধুরীর পুত্র মুকুল কান্তি রায় চৌধুরী ও মৃদুল কান্তি রায় চৌধুরীর মালিকানাধীন শানবাড়ি মৌজার ৫৩ শতক ৭৫ অযুতাংশ ভূমি ১৫০২নং দলিলমূলে গত ২০/১২/১৭ইং একই গ্রামের বাসিন্দা মৃত ইদ্রিছ মিয়ার পুত্র ভূমি দালাল মোঃ আলমাছ মিয়া খরিদ করেন। উক্ত ভূমিটি ফায়ার সার্ভিস ভবন নির্মাণের জন্য অধিগ্রহন প্রক্রিয়ধিন রয়েছে। অভিযোগে বলা হয়, উল্লেখিত ভূমি অধিগ্রহণ করা হলে সরকারী টাকা অপচয়সহ কোটি টাকা দায়িত্বপ্রাপ্ত অসাধু কর্মকর্তা ও দালালচক্রের মাধ্যমে লুটপাটের বা আত্মসাতের আশংকা করছেন এলাকাবাসি। তাই ওই ভূমি উচ্চ মূল্যে অধিগ্রহণ না করে একই এলাকার উপজেলা পরিষদ কমপ্লেক্সের আশপাশ এলাকায় ফায়ার সার্ভিস ভবন নির্মাণ করা হলে এলাকাবাসী উপকৃত হবে। এবং ওই জায়গার পাশে রয়েছে সওজ এর মালিকাধীন সড়কসহ উপজেলার বিভিন্ন এলাকার ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক গাড়িগুলো সহজেই যাতায়াত করতে পারবে।
এ ব্যাপারে উপজেলা পরিষদ কমপ্লেক্স এলাকায় ফায়ার সার্ভিস অফিস ভবন নির্মাণে ভূমি অধিগ্রহন করার দাবী জানিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে।