Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলা যুবলীগ সভাপতি আতাউ রহমান সেলিমের বিরুদ্ধে মিথ্যা জিডির প্রতিবাদে হবিগঞ্জ শহরে মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি মোঃ আতাউর রহমান সেলিমের বিরুদ্ধে বানিয়াচং থানায় মিথ্যা জিডি ও অপপ্রচার এবং তার ছোট ভাই সাইদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে হবিগঞ্জ শহরে মানবন্ধন অনুষ্টিত হয়েছে। গতকাল সকাল ১১ টার দিকে শহরের বাইপাস সড়কে এ মাবনবন্ধন অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএমএ’র সহ-সভাপতি ডাঃ অসিত রঞ্জন দাস। যুব নেতা শান্তনু দাস অলকের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, জেলা হিন্দু বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি জগদীশ মোদক, প্যানেল মেয়র দিলীপ দাস, পৌর কাউন্সিলর জাহির উদ্দিন, পৌর পূজা উদযাপন পরিষদ সভাপতি পিযুষ চক্রবর্তী, ব্যাংকার শচীন্দ্র দাস, বিমল দত্ত, পৌর আওয়ামীলীগ সহ-সভাপতি সুজিত বণিক, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য স্বপন লাল বণিক, রোটারিয়ান সুদ্বিপ বণিক, মার্চেন্ট এসোসিয়েশনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুর রহমান বাবুল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমেদ তাজ, নোমান মিয়া, সমিরণ সমাজপতি, মোঃ সিরাজ মিয়া, চিন্তরঞ্জন চক্রবর্তী, হিরেন্দ্র পুরকায়স্থ, প্রিয়তোষ সরকার, বিষ্ণু সরকার, মিন্টু রায়, সজল দাস, গৌতম রায়, সজল বণিক, রূপক বণিক, শান্তি রাণী, গীতা সরকার, জারু মিয়া, সমির মিয়া, আছান মিয়া, মনু মিয়া, প্রাণেশ সুত্রধর, প্রহল্লাদ কর্মকার, সাইদুর রহমান, আশরাফ উদ্দিন, সজল বণিক, দিলুয়ার খান, রাহুল দাশ, শিমুল প্রমূখ। সভায় বক্তারা আতাউর রহমান সেলিমের বিরুদ্ধে মিথ্যা জিডি দায়েরের প্রতিবাদ জানিয়ে বলেন, আতাউর রহমান সেলিম এর মানসম্মান ক্ষুন্ন করার জন্য একটি কুচক্রী মহল মিথ্যা জিডি দায়ের করেছে। তারা আতাউর রহমান সেলিমের বিরুদ্ধে মিথ্যা জিডি এবং সাইদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। এছাড়াও প্রহল্লাদ কর্মকারের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবী জানান বক্তারা। উল্লেখ্য, গত ২ ডিসেম্বর কালিগাছতলা এলাকার বাসিন্দা প্রহলাদ কর্মকারের বাসায় হামলা ও লুাটপাটের ঘটনা ঘটে। বাসায় না পেয়ে তারা বাইপাস সড়কে তাকে খুঁজে বের করে এবং মারধোর করে।
এ ঘটনার প্রতিবাদ করায় উদীয়মান ক্রীড়া ব্যক্তিত্ব সাইদুর রহমানসহ এলাকার লোকজনের উপর হামলাকারীরা চড়াও হয়। পরে এলাকাবাসী ২ দুর্বৃত্তকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ হামলা, ভাংচুরের ঘটনায় ৩ ডিসেম্বর প্রহলাদ কর্মকার এ ঘটনায় মামলা দায়ের করলে দুর্বৃত্তরা এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রতিবাদী যুবকদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছিল। উক্ত ঘটনার প্রতিবাদ করেন জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম। এর পর থেকে ওই হামলাকারীরা আতাউ রহমান সেলিমের বিরুদ্ধে বানিয়াচং থানায় মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কুৎসা রটনা করছে। তারা মিথ্যা মামলা দিয়ে প্রতিবাদকারীদের হয়রানীর পায়তারা করছে।