Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে চক্ষু শিবির উদ্বোধনে এমপি মজিদ খান ॥ অন্ধজনে আলো বিতরণ করা মহৎ একটি কাজ

বানিয়াচং প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খান এমপি বলেছেন, অন্ধজনে আলো বিতরণ করা একটি মহৎ কাজ। যারা এই মহৎ কাজের আয়োজন করে তাদের এই উদ্যোগকে উৎসাহিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা ও সুবিধা বঞ্চিত মানুষের কথা চিন্তা করে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে জনহিতকর কাজ করে মানুষের সেবা করাও এবাদত। তিনি বলেন, বর্তমান সরকার চিকিৎসা সেবা সকলের দ্বারগোড়ায় পৌছে দিতে নানামূখী পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের এ কাজকে এগিয়ে নিতে সমাজের বিত্তশালীরাও ভূমিকা রাখতে পারে। তিনি গতকাল শনিবার দুপুরে বানিয়াচঙ্গ উপজেলার কাগাপাশা চান্দপুর জনতা উচ্চ বিদ্যালয়ে সমাজ উন্নয়ন কেন্দ্রের বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সিনিয়র সহকারি সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীর উদ্যোগে সমাজ উন্নয়ন কেন্দ্র এ চক্ষু শিবিরের আয়োজন করে। মৌলভীবাজার জেলার বিএনএসবি চক্ষু হাসপাতালের ৮ জন চিকিৎসক দিনব্যাপী রোগীদের চিকিৎসা সেবা দেন। এ উপলক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনসুর আহমেদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তৃতা করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান, প্রভাষক গিয়াস উদ্দীন আহম্মেদ চৌধুরী, স্কুলের সিনিয়র শিক্ষক কৃপেন্দ্র দাশ ও হরিপদ দাশ প্রমুখ। চক্ষুশিবিরে গ্রামাঞ্চলের ৬ শতাধিক রোগীকে  চিকিৎসা দেয়া হয়। তাদেরকে বিনামূল্যে ওষুধও দেয়া হয়। এর মাঝে শতাধিক রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য মনোনিত করা হয়।