Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

উৎপাদন লক্ষ্যমাত্রা ৭লাখ টন জেলায় চলতি বোরো মৌসুমে লক্ষাধিক হেক্টর জমি আবাদ

আব্দুল হালীম ॥ চলতি বোরো মৌসুমে জেলায় ১ লাখ ৯ হাজার ৭শ ৭ হেক্টর জমিতে আবাদ হয়েছে। এতে উৎপাদনের লক্ষ্যমাত্র ধরা হয়েছে ৬ লাখ ৮০ হাজার ১শ ৮১ মেট্রিক টন ধান। যা জেলার খাদ্য চাহিদা পুরণ করে ১লাখ ৭ হাজার ৯২৮ টন ধান উদ্বৃত্ত থাকবে। বর্তমান বাজার মূল্যে উৎপদিত ধানের মূল্য হবে ১ হাজার ৪শ কোটি টাকা হবে বলে কৃষি বিভাগ জানিয়েছে।  হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০১৩ সালে হবিগঞ্জ সদর, বানিয়াচং, আজমিরিগঞ্জ, লাখাই, মাধবপুর, বাহুবল, চুনারুঘাট ও নবীগঞ্জ উপজেলায় ১লাখ ৭ হাজার ৬শ ১৭ হেক্টর জমিতে বোরো ধানের উৎপাদন হয় ৬লাখ ৩৮ হাজার ৮শ ৭২ মেট্রিক টন ধান। এদিকে হবিগঞ্জের ২১ লাখ জনগোষ্ঠীর খাদ্যের চাহিদা রয়েছে ৫ লাখ ৭২ হাজার ২শ ৫৩ মেট্রিক টন ধান। এছাড়া ২০১৩ সালে জেলায় বোরো, আমন ও আউশ ধানের উৎপাদন হয় ৯ লাখ ৬২ হাজার ৬শ ২৪ মেট্রিক টন ধান। যার বর্তমান বাজার মূল্য ১ হাজার ৯শ ২৫ কোটি ২৪ লাখ ৭০ হাজার টাকা। তন্মধ্যে জেলায় প্রতিবছর ধানের উদ্বৃত্ত থাকছে ৩ লাখ ৯০ হাজার ৩শ ৭০ মেট্রিক টন ধান। যা দেশের বিভিন্ন স্থানে রপ্তানী করা হচ্ছে।