Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লন্ডনে পানির লাইনে দুর্ঘটনা আর হবিগঞ্জে গ্যাস বিড়ম্বনা

স্টাফ রিপোর্টার ॥ অতি সম্প্রতি হবিগঞ্জ শহরে গ্যাস বিড়ম্বনা নিয়ে দেশে-বিদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঝড় উঠেছে।
লন্ডন বসবাসরত অলি নামে বাংলাদেশী এক ব্যক্তি স্ট্যাটাসে লিখেছেন-তিনি লন্ডনের যে এলাকায় বসবাস করেন সেই এলাকায় কিছু দিন আগে পানির লাইন ফেটে পানি বেরোতে থাকে। সেই পানি অনেকের বাসাবাড়িতে ঢুকে ক্ষয়ক্ষতি হয়। কর্তৃপক্ষ দ্রুত লাইন মেরামত করে পরিস্থিতি স্বাভাবিক করে। পরে যেসব ঘরে পানি ঢুকে জিনিসপত্র ক্ষতি হয়েছে সেসব পরিবারকে জিনিসপত্র কিনে দিয়েছে কর্তৃপক্ষ। তিনি প্রশ্ন রাখেন, হবিগঞ্জের এ ঘটনায় কর্তৃপক্ষ কি দেবে?
স্ট্যাটাসের জবাব দিয়েছেন অনেকেই। এদের মধ্যে সুফি নামে জনৈক ব্যক্তি বলেন-ভাই ওলি আগরতলা আর উগারতলা একভাবে দেখে লাভ নেই। যদিও দুটিই তলা।
জিয়া তালুকদার লিখেছেন-ওলি ভাই মাস শেষে যে বিল আসবে সেই চিন্তায় আছে শহরবাসী। কারণ এই অনাকাঙ্খিত মেরামত করতে অনেক খরচ হচ্ছে না। এসব আসবে কোথা থেকে !!! আর আপনি চিন্তা করছেন কর্তৃপক্ষ কি দেবে? হাসালেন ভাই। তবে আপনার চিন্তাটা যদি বাস্তবায়ন হত তাহলেই আমরা অনেকধুর এগিয়ে যেতাম। এই প্রত্যাশা নিয়েই আমরা আছি।
এছাড়া আরো অনেকেই কমেন্ট দিয়েছেন।