Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে হামলায় আহত আখড়ার মোহন্তের অবস্থা আশংকাজনক পরিবারের সদস্যরা আতঙ্কে

সংবাদদাতা ॥ বানিয়াচংয়ে হামলায় আহত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শ্যাম বাউল আখড়ার মোহন্ত আশুতোষ বৈষ্ণবের শারীরিক অবস্থার অবনতি  ঘটেছে। এঘটনায় ১ আসামীকে পুলিশ কারাগারে পাঠালেও বাকিরা এখনও গ্রেফতার হয়নি। এতে আতংকে রয়েছে আশুতোষ মোহন্তের পরিবারের সদস্যরা।
প্রসঙ্গত, গত ২৬ ডিসেম্বর রাত সাড়ে ৮ টায় নতুন বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন বানিয়াচং শ্যাম বাউল আখড়ার মোহান্ত আশুতোষ বৈষ্ণব। তিনি  স্থানীয় যাত্রাপাশা কিশোর সংঘের সামনে পৌছামাত্র একদল দুর্বৃত্ত তার উপর হামলা চালায়। দুর্বৃত্তরা মোহন্তকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে আশংঙ্খাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।
এ ঘটনায় আশুতোষের ভাই বাসুদেব বৈষ্ণব বাদী হয়ে আনোয়ারকে প্রধান আসামী করে ১৫জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪/৫জনকে আসামী করে বানিয়াচং থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে এই হামলার নিন্দা জানিয়েছেন হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্ঠান ঐক্য পরিষদ বানিয়াচং উপজেলা শাখার নেতৃবৃন্দ। এব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, এঘটনায় ৩জনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।