Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ের লোকসঙ্গীত শিল্পী আব্দুল খালেক আর নেই ॥ শোক

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামের বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী আব্দুল খালেক ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। গত বুধবার ভোর রাত ৫টায় তিনি ইকরাম গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। মৃত্যুকালে তিনি পুত্র-কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, লোকসঙ্গীত শিল্পী আব্দুল খালেক যুবক বয়স থেকেই ভাটি অঞ্চলের বিভিন্ন পূজা-পার্বণ ও আচার-অনুষ্ঠানে শ্যামাসঙ্গীত, মালসি গান, কীর্তন, বাউল গানসহ নানা ধরণের লোকসঙ্গীত পরিবেশন করেছেন। এছাড়াও স্বাধীনতার পূর্বকাল থেকেই তিনি বিভিন্ন যাত্রাদলের হয়ে অসংখ্য পালায় অভিনয় করেছেন।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সাধারণ সম্পাদক অনিরুদ্ধ কুমার ধর শান্তনু, সাহিত্য ও সংবাদকর্মী হারুন সিদ্দিকী, লোকসাহিত্য গবেষক গৌতম চন্দ্র দাস, নাট্যকর্মী আজহারুল ইসলাম মুরাদ, প্রগতি লেখক সংঘ জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক সারোয়ার পরাগ প্রমুখ। সংবাদপত্রে প্রেরিত বিবৃতিতে তারা মরহুমের আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।