Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে থানার সামনে চুরির ঘটনা ॥ ব্যবসায়ী মহলের উদ্বেগ

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল মডেল থানা গেইটে অবস্থিত বর্ণসাজ কম্পিউটার এন্ড গ্রামীণ ফোন ইন্টারনেট পয়েন্ট নামক একটি দোকানে দুঃসাহসিক চুরি ঘটনায় বাহুবল বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটি উদ্বেগ প্রকাশ করেছে। গত বুধবার রাত ৮টায় বাহুবল ভিতর বাজারে সংগঠনের এক সভা অনুষ্ঠিত হয়। বাহুবল বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি এম এ জলিল তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজল তালুকদারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, সাতকাপন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুর রেজ্জাক, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান রাজু, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শেখ সোহেল আহমেদ, ব্যবসায়ী খায়ের চৌধুরী, আবিদ আলী, আব্দুল হান্নান, গনেশ চন্দ্র গোপ প্রমুখ। বক্তারা বলেন, বর্ণসাজ কম্পিউটারে ফিল্মি স্টাইলে চুরি হয়েছে। থানা গেইটের সামনে দিনের আলোতে এ চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। যা নিরসনে দ্রুত খোঁজে বের করা দরকার। জবাবে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, বর্ণসাজ কম্পিউটারে চুরি হওয়া মানে আমার ঘর চুরি হওয়া। আমি অবশ্যই এর সঠিক ঘটনা উদঘাটন করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসব। আমি সিসি ক্যামেরায় তাদের চেহারা দেখেছি। আশা করি চুরির সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করতে পারব। তিনি আরও বলেন এখন থেকে বাহুবল বাজারের কোন দোকান-পাট রাত ১২টার পর খোলা রাখা যাবে না এবং প্রতিদিন রাত্রে একজন কনস্টেবল বাজারে ডিউটি করবে। উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৭টায় বাহুবল মডেল থানা গেইটের সামনে সিসি টিভি ক্যামেরায় সুরক্ষিত বর্ণসাজ কম্পিউটার এন্ড গ্রামীণ ফোন ইন্টারনেট পয়েন্ট নামক দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে।