Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ পৌর আইডিয়াল স্কুলে বই বিতরণ উৎসব-২০১৮ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখাতে হবে প্রত্যেককে। স্বপ্ন না দেখলে জীবনে সফল হওয়া যায় না। তাই সবাইকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখতে হবে। নবীগঞ্জ পৌরসভার নিয়ন্ত্রাধীন নবীগঞ্জ পৌর আইডিয়াল স্কুল কর্তৃক ‘বই বিতরণী উৎসব-২০১৮’ এর শুভ উদ্বোধনকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও দৈনিক হবিগঞ্জ সময় সম্পাদক মোঃ আলাউদ্দিন এর সভাপতিত্বে ও পৌরসভার সহকারী কর আদায়কারী পৃথ্বিশ চক্রবর্ত্তীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রাণেশ চন্দ্র দেব, পৌরসভার সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, হিসাব রক্ষণ কর্মকর্তা ও নবীগঞ্জ পৌর আইডিয়াল স্কুলের সদস্য সচিব শেখ মোঃ জালাল উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ শহিদুল হক, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ প্রমুখ। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সৈয়দ জাহির আলী, সুদিন দাশ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোঃ শহিদুল হক এবং গীতা পাঠ করেন অত্র স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমীরণ চক্রবর্ত্তী। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর মোছাঃ রোকেয়া বেগম ও সৈয়দা নাসিমা বেগম, পৌরসভার টিকাদান সুপারভাইজার এলেমান আহমেদ চৌধুরী, জুয়েল চৌধুরী, অত্র বিদ্যালয়ের শিক্ষক রতন চন্দ্র রায়, মুক্তা রায়, তাছলিমা বেগম, শিল্পী মাহিষ্য দাস-সহ শিক্ষক/শিক্ষিকাবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুলের শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ ও পৌরসভার কর্মকর্তা/ কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান শেষে কোমলমতি ছাত্রছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন নবীগঞ্জ পৌরসভার জননন্দিত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী সহ অতিথিবৃন্দ ও অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক।