Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে উৎসবমূখর পরিবেশে বই বিতরণ অনুষ্টিত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে গতকাল সোমবার সকাল থেকে সারা দেশের ন্যায় নবীগঞ্জে বিনা মূল্যে বই বিতরন করা হয়েছে। নতুন বছরের প্রথম দিনে উৎসবমূখর পরিবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোমলমতি শিশুদের হাতে নতুন বই তুলে দিয়ে বই বিতরন উৎসবের উদ্বোধন করেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন হাসান, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র-১ ও আওয়ামীলীগ নেতা এটিএম সালাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাদেক হোসেন খান, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, সহকারী শিক্ষা অফিসার খোরশেদুল আলম, জে.কে হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, শিক্ষক আলী আমজদ মিলন, সাংবাদিক মতিউর রহমান মুন্না, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, সাইফুর রহমান খাঁন, সুমন আলী খাঁন, জাকারিয়া অপু প্রমুখ। এছাড়া উপজেলা শিশু শিক্ষা সাংস্কৃতিক একাডেমি, হিরা মিয়া গার্লস স্কুল, পৌর আইডিয়েল স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে একযোগে শিক্ষার্থীদের হাতে নতুন বই তোলে দেওয়া হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে এডঃ আলমগীর চৌধুরী বলেছেন- বছরের প্রথম দিনে শিশুদের হাতে বই তুলে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুগান্তকারী পদক্ষেপ। নতুনের প্রতি সবারই একটা আগ্রহ ও আনন্দ আছে। তিনি বলেন- শেখ হাসিনা আছেন তাই বিনা মূল্যে বই পাই, শেখ হাসিনার অবদান বিনা মূল্যে বই দান।