Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে বিদ্যুতের তারে জড়িয়ে মা-মেয়ে-ছেলে গুরুত্বর আহত

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে গতকাল বুধবার দুপুরে বিদ্যুতের তারে জড়িয়ে মা, মেয়ে ও ছেলেসহ ৩জন গুরুত্বর আহত হয়েছে। মূমূর্ষ অবস্থায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ছেলে তারেক চৌধুরীর অবস্থা আংশকা জনক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়-নাসিরনগর উপজেলার নরহা গ্রামের সাদেক চৌধুরী তার পরিবার নিয়ে মাধবপুর পৌরসভাস্থ উসমান মিয়ার বাসায় ভাড়া থাকতেন। ওই দিন দুপুরে বাসা ছেড়ে বাড়ীতে যাওয়ার জন্য জিনিস-পত্র গুছাতে গিয়ে সাদেক চৌধুরীর ছেলে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেনীর ছাত্র তারেক চৌধুরী টেলিভিশনের ডিস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করতে যায়। এসময় তারেক বিদ্যুতায়িত হলে তাকে বাচাঁতে বোন প্রেমদাময়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী বুশরা চৌধুরী ও মা মনোয়ারা বেগম উদ্ধার করতে এগিয়ে আসলে তারাও বিদ্যুতায়িত হয়ে পড়ে। পরে প্রতিবেশীরা তাদের গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। এলাকাবাসীর অভিযোগ উসমান মিয়া প্রভাব কাটিয়ে পল্লী বিদ্যুতে লোকজনকে ম্যানেজ করে ১১ কেবি লাইন বিল্ডিং এর মধ্য দিয়ে নিয়ে যাওয়ায় প্রায়ই দূর্ঘটনা ঘটে। এবং বিল্ডিং তৈরীর সময় ওই লাইনে জড়িয়ে এক নিমার্ণ শ্রমিকের মৃত্যু হয়।