Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

৪ দফা দাবিতে আজ থেকে উপজেলা স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি শুরু

স্টাফ রিপোর্টার ॥ ৪ দফা দাবিতে সারাদেশের ন্যায় হবিগঞ্জ জেলায় আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারীগণ। এর ফলে স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড টিকাদান কর্মসূচিসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে।
স্বাস্থ্য সহকারীগণ জনান, বাংলাদেশের প্রতিটি ইউনিয়নকে ৩টি ওয়ার্ডে বিভক্ত প্রতিটি ওয়ার্ডকে ৮টি সাব ব্লকের মাধ্যমে সম্প্রারিত টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করছে স্বাস্থ্য সহকারীগণ। টিকাদানের মাধ্যমেই বাংলাদেশের স্বাস্থ্যসেবা তৃণমূলে পৌছে দেওয়া সম্ভব হচ্ছে। সম্প্রাসারিত টিকাদান কর্মসূচির মাধ্যমে বতর্মানে ১০টি রোগের প্রতিরোধক টিকা দেওয়া হচ্ছে। এর ফলে পোলিও, যক্ষা, ধনুষ্টংকার, হুপিংকাশি, ডিপথেরিয়া, হেপাটাইটিস, হিমোফাইলাস ইনফুয়েঞ্জা-বি, পিসিভি, হাম, রুবেলা, এফআইপিভি রোগসহ বিভিন্ন প্রতিরোধ করা হচ্ছে। স্বাস্থ্য সহকারীগণ টেকনিক্যাল কাজ করেও টেকনিক্যাল পদ মর্যদা এবং বেতনস্কেল পাচ্ছেন না। কিন্তু অন্যান্য সরকারী কর্মচারীরা বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছেন। অন্যান্য সরকারী কর্মকর্তা কর্মচারীদের ন্যায় স্বাস্থ্য সহকারীগণ টেকনিক্যাল পদ মর্যদাসহ বিভিন্ন দাবির আদায়ের জন্য আন্দোলন করে যাচ্ছেন। বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন জানান, প্রধানমন্ত্রী ১৯৯৮ সালের ৬ই ডিসেম্বর স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশনের মহাসমাবেশে স্বাস্থ্য সহকারীদের বেতনস্কেলসহ টেকনিক্যাল পদ পর্যাদা ঘোষণা স্বত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অদ্যবদি তা বাস্তবায়ন করেননি। এর ফলে স্বাস্থ্যকর্মীগণ টেকনিক্যাল পর্যদা বেতনস্কেল থেকে বঞ্চিত হচ্ছে। ৪ দফা দাবির মধ্যে রয়েছে, টেকনিক্যাল পদমর্যদাসহ বেতনস্কেল, মাঠ/ভ্রমণ ভাতা ও ঝুঁকি ভাতা মূল বেতনের ৩০% হারে দিতে হবে। প্রতি ছয় হাজার জনগোষ্টির জন্য একজন স্বাস্থ্য সহকারী নিয়োগ নিশ্চিত করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে শূন্য পদে নিয়োগ দান করতে হবে এবং ১০% পোষ্য কোটা প্রবর্তন করে নিয়োগ দিতে হবে।