Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে চাঁদাবাজী মামলায় পরোয়ানাভুক্ত ৩ সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বড় ভাইয়ের দায়েরকৃত চাদাবাজী মামলায় তিন সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোর রাতে তাদেরকে গ্রেফতার করেন থানার এসআই আক্তারুজ্জামান। জানা যায়, উপজেলার সুন্দরপুর গ্রামের বাসিন্দা মৃত শাহ গউছ উদ্দিনে পুত্র শাহ মঈন উদ্দিন দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবস্থিত তার দাদা মরহুম শাহ আব্দুর রাজ্জাক ওরফে সুরুজ মিয়া শাহের মাজারের খাদেম হিসেবে বসবাস করে আসছেন। সম্প্রতি শাহ মোঃ মঈন উদ্দিন ওই মাজারের ভক্তদের থাকার খাওয়ার সুবিধার্থে মাজার সংলগ্ন তার নিজ ক্রয়কৃত জমিতে ঘর নির্মাণের জন্য মালামাল ক্রয় করে ঘর নির্মাণের কাজ শুরু করেন। কাজ শুরুর পর মাজারের খাদেম শাহ মোঃ মঈন উদ্দিনের অন্যান্য সহোদররা দেখতে পেয়ে লাঠিসোটা নিয়ে মাজার এলাকায় গিয়ে মঈন উদ্দিনের শ্রমিকদের উপর হামলা চালিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবী করে কাজ বন্ধ করে দেয়। পরে খাদেম শাহ মোঃ মঈন উদ্দিন বাদী হয়ে তাঁর আপন ছোঠ ভাই শাহ মোঃ জসিম উদ্দিন, শাহ মনিরুল ইসলাম ও শাহ মোঃ মহসিন মিয়ার বিরুদ্ধে মাধবপুর থানায় চাঁদা দাবীর অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলায় বিজ্ঞ আদালত তিনজনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। গতকাল রাতে মাধবপুর থানার এসআই আক্তারুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। পরে শনিবার বিকেলে তিন সহোদরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এতদিন তারা পুলিশের চোখ ফাখিঁ দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল।