Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন সরকারি জমিতে বাসস্ট্যান্ড নির্মাণের দাবি

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে বর্তমানে বাস ষ্ট্যান্ড নির্মাণ সময়ের দাবিতে পরিণত হয়েছে। এ প্রেক্ষিতে উপজেলা পরিষদ সংলগ্ন সরকারি খাস জমিতে বাস ষ্ট্যান্ড নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী।
জানা যায়, স্বাধীনতা সংগ্রামের পর দীর্ঘ ৪৬ বছর অতিক্রান্ত হলেও জেলা সদর হবিগঞ্জের সাথে আজমিরীগঞ্জ উপজেলার সুষ্ট যোগাযোগ ব্যবস্থা ছিল না। যার কারণে বিভিন্ন অফিসিয়াল কাজে জেলা সদর হবিগঞ্জ যেতে আজমিরীগঞ্জ উপজেলাবাসীকে চরম দূর্ভোগ পোহাতে হয়েছে। অন্যদিকে আজমিরীগঞ্জ থেকে সিলেটের শেরপুর পর্যন্ত নৌ-রুটের সুষ্টু যোগাযোগ ব্যবস্থা থাকায় বিভাগীয় শহর সিলেটে যেতে তেমন কোন ভূগান্তি পোহাতে হত না। আজমিরীগঞ্জ উপজেলাবাসীকে। বর্তমান সরকার অর্থাৎ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে উপজেলাবাসীকে দেয়া প্রতিশ্র“তি বাস্তবায়নের ধারাবাহিকতায় বানিয়াচং-আজমিরীগঞ্জ শরীফ উদ্দিন সড়ক ও বানিয়াচং-আজমিরীগঞ্জ ভায়া শিবপাশা সড়ক নির্মাণ কাজ সমাপ্তির দ্বারপ্রান্তে। তাই আজমিরীগঞ্জ উপজেলা সদরে বাস ষ্ট্যান্ড নির্মাণ এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।
আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ ও বানিয়াচং-আজমিরীগঞ্জ সওজ বিভাগের মালিকাধীন সড়ক সংলগ্ন স্থানীয় বাইদ্যাবিল নামক স্থানে সাড়ে ১০ একর সরকারি জমি রয়েছে। ওই সরকারি জমি ভরাট করে বাস ষ্ট্যান্ড নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী।