Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আমুরোড হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক বনভোজন

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের আমুরোড হাইস্কুল এন্ড কলেজের বার্ষিক বনভোজন গতকাল বুধবার শ্রীমঙ্গলের শ্যামলীতে অনুষ্টিত হয়েছে। ওই প্রতিষ্টানের ১৩’শ ১০জন ছাত্রছাত্রীর মধ্য থেকে ৬শ ছাত্রছাত্রী এ বনভোজন অনুষ্টানে যোগ দেয়। স্কুল এন্ড কলেজের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও প্রতিষ্টানের ৪র্থ শ্রেনীর কর্মচারীদের বহন করতে ৮টি বাস ভাড়া করা হয়। গাড়ীর বহরটি দুপুর সাড়ে ১২ টায় শ্যামলীতে পৌঁছে। বিপুল সংখ্যক ছাত্রছাত্রীকে নিরাপদ রাখতে প্রতিষ্টানের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের হিমশিম খেতে হয়েছে। দুপুর আড়াইটায় গাড়ীর বহরটি শ্রীমঙ্গলের একটি রাবার বাগানে যাত্রা বিরতি করে মধ্যাহ্ন ভোজের জন্য। ভোজ শেষে অনুষ্টিত হয় চেয়ারম্যান সনজু চৌধুরীর সৌজন্যে র‌্যাফেল ড্র। ড্র পরিচালনা করেন ম্যানেজিং কমিটির সভাপতি আবেদ হাসনাত চৌধুরী সনজু। তাকে সহায়তা করেন শিক্ষানুরাগী সদস্য সাংবাদিক নুরুল আমিন, অভিভাবক প্রতিনিধি আঃ রউপ, ফুল মিয়া, অঞ্জন কুমার সিংহ, আইয়ুবুন্নেছা, শিক্ষক আবু জাকারিয়া, ছিদ্দিক বিশ্বাস, মোস্তাফিজুর রহমান। অভিভাবক প্রতিনিধি ফজলুর রহমান আকলের সংগীত পরিবেশনার পর আলোচিত এ বনভোজন অনুষ্টানের ইতি টানেন কর্তৃপক্ষ। সন্ধ্যা ৭ টায় গাড়ীর বহর পৌঁছে প্রতিষ্টান প্রাঙ্গনে।