Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মানুষকে আলোকিত করতে হলে কাউকে না কাউকে পুড়তে হয়-ব্যারিস্টার সুমন

চুনারুঘাট প্রতিনিধি ॥ “মানুষকে আলোকিত করতে হলে কাউকে না কাউকে পুড়তে হয়। সাধারণ মানুষের দুর্দশা লাঘব করতে হলে নিজের সুখকে বিসর্জন দিতে হয়। ভোগে সুখ নেই, ত্যাগেই প্রকৃত সুখ। এ কথাকে মনে ধারণ করে মানব কল্যাণে এগিয়ে আসতে হবে। তবেই দেশ সামনে এগুবে, জাতি সমৃদ্ধি লাভ করবে। এসব কথা বলেন, হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য, তরুণ প্রজন্মের জনপ্রিয় নেতা ও আন্তর্জাতিক যোদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। গতকাল মঙ্গলবার বিকেলে চুনারুঘাট উপজেলার শ্রীকুটা বাজারে গরীব-দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জনমত নিউজ এর উপদেষ্টা ও শ্রীকুটা বাজার কমিটি’র সভাপতি এম এ মালেক এর সভাপতিত্বে ও জনমত নিউজের সম্পাদক রায়হান আহমেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার সুমন আরো বলেন, “সোনার বাংলা গড়তে হলে আগে গরীব-দুঃখীদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। কারন গরীব-দুঃখীরাই খাঁটি সোনা।
সভায় বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম চৌধুরী ছাদেক, আদর্শ উচ্চ বিদ্যালয় শ্রীকুটার সহকারী প্রধান শিক্ষক আলহাজ্ব মোস্তাক আহমদ তরফদার মাসুম, ব্যবসায়ী রিপন চৌধুরী, বিশিষ্ট মুরুব্বী আইয়ূব আলী, ব্যবসায়ী জলিল মিয়া, আঃ হক, চুনু চৌধুরী, চুনারুঘাট সংবাদিক ফোরামের সেক্রেটারি খন্দকার আলাউদ্দিন প্রমুখ।
এতে উপস্থিত ছিলেন, সাইফুল ইসলাম চৌধুরী লিটন, চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সুহাগ মিয়া, চুনারুঘাট পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ স¤্রাট মিয়া, মশ্বব আলী, রুমেল মিয়া, আফজল মিয়া, মোঃ রহিম উদ্দিন, জয়নাল মিয়া সহ আরো অনেকে।
এদিকে মঙ্গলবার সারাদিন উপজেলার গোগাউড়া, শ্রীকুটা, নরপতি, জাজিউতা, একডালা, বাসুল্লা, আলী নগরে অসহায় মানুষের মাঝে ব্যারিস্টার সৈয়দ সুমনের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। গত এক সপ্তাহে জারুলিয়া, আসামপাড়া, আমুরোড, পাইকুড়া, লতিফপুর, দক্ষিণ নরপতি, পৌর শহরের আমকান্দি, পারকুল চা-বাগানসহ উপজেলার সকল বাগানের চা-শ্রমিকের মাঝে এবং উপজেলার বিভিন্ন স্থানে ব্যারিস্টার সুমন কম্বল বিতরণ করেন।