Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজ থেকে ৪ দিনের শিশু চলচ্চিত্র উৎসব শুরু

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শিল্পকলা একাডেমীর উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে ৪দিন ব্যাপি শিশু চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে। দেশের ৬৪টি জেলায় একযোগে বাংলাদেশ শিশু চলচ্চিত্র উৎসব ২০১৭ আয়োজনের অংশ হিসেবে হবিগঞ্জেও এই উৎসবের আয়োজন করেছে শিল্পকলা একাডেমী। আজ প্রথম দিনে সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বাঁশের খেলনা, সমান্তরাল যাত্রা, দৃষ্টি হারা গল্প, এ লেটার গড, মন ফড়িং, স্বপ্নপাখি ও রাজপুত্তুর প্রদর্শন করা হবে। ২৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টায় চলচ্চিত্র দ্যা রেজাল্ট, চামেলী, বৈষম্য এবং বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টায় বাড়ি ফেরা আয়না, পোস্টমাস্টার, চলো যাই, আনকালার্ড মাইন্ড, মাধো, সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টায় কিশোরীর হাত, অ্যালান কুর্দি ফ্রম হ্যাভেন, গোলযোগ ও দুরত্ব, ৩০ ডিসেম্বর বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা টু দ্যা চিলড্রেন অব প্যালেসটাইন, বাক্সবন্দি, কাগজের নৌকা, লং ওয়ে টু গো, জাদুর সাঁকো, ডাকঘর, সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা আহুতি, ছোট বন্ধু, ব্রাদার্স, আমি স্বপ্ন বলছি, আমার অভিধান, পয়েন্ট অব ভিউ, মাটির ময়না এবং ৩১ ডিসেম্বর বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ লিটল রেড কার, তোমার জন্য, অদৃশ্যালোকে, কালার অব লাভ, রঙ্গিনঘুড়ি, বিশ্বম্ভর বাবুর দায় ও শরৎ ’৭১ প্রদর্শিত হবে। এ ব্যাপারে জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত জানান, আয়োজিত প্রদর্শনীসমূহ সকলের জন্য উন্মুক্ত থাকবে। তিনি শিশু-কিশোরসহ সকলকে সপরিবারে এ উৎসব উপভোগ করার জন্য অনুরোধ জানান।