Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ইসলামিক ফাউণ্ডেশনের গণশিক্ষা কার্যক্রমে শিক্ষক নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়েছে। স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় অনুষ্ঠিত পরীক্ষার মাধ্যমে একজনকে প্রাক প্রাথমিক ও ৭ জনকে সহজ কোরআন শিক্ষার শিক্ষক হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের হবিগঞ্জ জেলা কার্যালয়ের আওতায় বাস্তবায়নাধীন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আগামী শিক্ষাবর্ষে উপজেলার একটি প্রাক প্রাথমিক ও ৭টি সহজ কোরআন শিক্ষার কেন্দ্রে দায়িত্ব পালন করবেন।
গতকাল বুধবার সকাল উপজেলা সভাকক্ষে উল্লেখিত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রাক-প্রাথমিকের একটি পদে ১৩ জন ও সহজ কোরনআন শিক্ষার ৭টি পদে ৬৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রাক-প্রাথমিকের একটি পদে ৩ জন ও কোরআন শিক্ষায় ৭টি পদে ২৪ জন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। ইসলামিক ফাউন্ডেশন বাহুবলের কেন্দ্র/শিক্ষক নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ নিয়োগ প্রক্রিয়াটি পৃথকভাবে পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল ওয়াহেদ ও বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর প্রমুখ।