Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

২০১৮ ও ২০১৯ সালের দুইটি কার্যকরী কমিটি গঠন ॥ এমপি আবু জাহিরের হস্তক্ষেপে হবিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের ভুল বুঝাবুঝির অবসান

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাব নিয়ে সাংবাদিকদের দীর্ঘদিনের ভুল বুঝাবুঝির অবসান হয়েছে। একই সাথে সাংবাদিকদের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের সৃষ্টি হয়েছে। হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ও প্রেসক্লাবের আজীবন সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপির উদ্যোগে সাংবাদিকদের সৃষ্ট ভুল বুঝাবুঝির অবসান হয়। বেশ কয়েকদিন ধরে তার ঐকান্তিক প্রচেষ্টাকে সহযোগিতা করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সহযোগী সদস্য সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী। গতকাল মঙ্গলবার দুপুরে এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহিরের আহবানে হবিগঞ্জ প্রেসক্লাব ভবনে ক্লাব সদস্যদের এক সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের সভাপতিত্বে সভায় অংশ নেন এমপি মোঃ আবু জাহির ও সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী। প্রেসক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় এমপি আবু জাহির বলেন, সাংবাদিকদের মাঝে অনৈক্য কোন কল্যাণ বয়ে আনতে পারে না। এ অনৈক্যের কারণে সাংবাদিকরা ব্যক্তিগত ও পেশাগতভাবে যেমনি ক্ষতিগ্রস্থ হবেন, তেমনি দেশের উন্নয়ন কাজও বাঁধাগ্রস্থ হবে। তিনি এলাকার উন্নয়ন ও সুশৃঙ্খল পরিবেশ রক্ষার স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে পথ চলার আহ্বান জানান।
সভায় এমপি আবু জাহির সাংবাদিকদের ঐক্যের স্বার্থে প্রেসক্লাবের সদস্যদের মনোনীত ৬ জন প্রতিনিধির সাথে পরামর্শ করে হবিগঞ্জ প্রেসক্লাবের ২০১৮ ও ২০১৯ সালের দু’টি কার্যকরী কমিটি ঘোষণা করেন। এ সময় উপস্থিত সাংবাদিকরা করতালি দিয়ে উভয় কমিটিকে স্বাগত জানান এবং তাঁর এই শুভ প্রক্রিয়াকে সাধুবাদ জানান। এ সময় প্রেসক্লাবের সদস্যদের পক্ষে ৬ প্রতিনিধি বক্তৃতা করেন। প্রতিনিধিগণ হলেন- মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, মোঃ ফজলুর রহমান, রুহুল হাসান শরীফ, হারুনুর রশিদ চৌধুরী, মোহাম্মদ নাহিজ ও চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ।
সাংবাদিক নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে এমপি আবু জাহিরের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, হবিগঞ্জে সংবাদপত্র ও সাংবাদিকতার স্বার্থে তাঁর এই ভূমিকা অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।