Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নুরপুর ও ব্রাহ্মডোরা ইউপি নির্বাচন ॥ কাল ভোট গ্রহণ উৎসবের আমেজ

স্টাফ রিপোর্টার ॥ কাল বৃহস্পতিবার হবিগঞ্জ সদর উপজেলার নুরপুর ও নতুন করে প্রতিষ্ঠিত ব্রাহ্মনডোরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই দুটি ইউনিয়নে এবারই প্রথম দলীয় প্রতিকে নির্বাচন হচ্ছে। ফলে ভোটারদের মধ্যে এক ধরণের উৎসবের আমেজ বিরাজ করছে।
স্থানীয় সূত্র জানায়, নুরপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৫ জন, সংরক্ষিত ৩টি ওয়ার্ডের বিপরীতে মহিলা মেম্বার প্রার্থী ৮ ও ৯টি সাধারণ আসনের বিপরীতে মেম্বার প্রার্থী ২৮ জন। এ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা হলেন-বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল (ধানের শীষ) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মুখলিছ মিয়া (নৌকা), স্বতন্ত্রপ্রার্থী মো. আ. কাইয়ুম ফারুক (আনারস), মো. ফজলুল করিম (চশমা) ও সৈয়দ ফুরকান আলী (ঘোড়া)।
ব্রাহ্মণডোরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৮, সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী ১৩ ও সাধারণ আসনে মেম্বার প্রার্থী ৩৬ জন।
ব্রাহ্মণডোরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা হলেন-আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হুসাইন মো. আদিল জজ মিয়া (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আবু তাহের (ধানের শীষ), স্বতন্ত্রপ্রার্থী মো. জাহাঙ্গীর মিয়া চৌধুরী (চশমা), মো. তাজুল ইসলাম রানু (ঘোড়া) মো. হুমায়ুন কবীর, (আনারস) মো. টিপু সুলতান (মোটরসাইকেল), আলহাজ গোলাম রব্বানী (সিএনজি) ও জামাল উদ্দিন (টেবিলফ্যান)।
প্রসঙ্গত: নুরপুর ইউনিয়নকে ভেঙ্গে ব্রাহ্মডোরা ইউনিয়ন করা হয়। সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতার কারণে যথাসময়ে নুরপুর ইউনিয়নে নির্বাচন হয়নি। এ জটিলতা নিরসনের পর গত নভেম্বর মাসে তফসিল ঘোষণা করা হয়।
এর পর থেকেই প্রার্থী ও তাদের সমর্থকদের প্রচারণায় মুখর হয়ে উঠে দুইটি ইউনিয়নের জনপদ। তবে কোন ইউনিয়নেই অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে মনে করছেন ভোটাররা।
এদিকে যেকোন ধরণের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রশাসনের কঠোর নজরদারী রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।