Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সাহায্যের আবেদন

হবিগঞ্জ-১, নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকার এমপি আব্দুল মুনিম চৌধুরী বাবু, হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের মাতৃমনা এমপি এডঃ আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী, পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীসহ দানশীল হৃদয়বান ব্যক্তিবর্গের ও স্কুল কলেজ সামাজিক অংঙ্গ সংগঠনের দৃষ্টি ও সাহার্য্য প্রার্থনা। সম্মানীত সুধী ঃ সালাম ও আদাব প্রার্থনা গ্রহন করুন। নবীগঞ্জ ওসমানী রোডস্থ মেহেরবান ফার্মেসীর ক্ষুদ্র স্বত্বাধিকারী নুজহাত তাবাস্সুম এল.এম.এ.এফ.পি.জে আর মিডওয়ায়েফারী ৫ সন্তানের জননী। বর্ণিত সন্তানদের মাঝে ২য় মেয়ে ও ১ম ছেলে হাফেজী পড়াসহ অন্য বস্ত্র বাসস্থান বর্ণিত ও ক্ষুদ্র কর্ম ১ মাত্র উৎস। পিতা ১ জন ক্ষুদ্র চিকিৎসক। কিন্তু অর্থের তাগিদে সিলেট ১টি হোটেলের ক্ষুদ্র কর্মজীবী। কোন রকম ডাল ভাত খেয়ে জীবন যাপন করিতেছি। কেবল মাত্র ৩ মাস পূর্বে নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও নবীগঞ্জ পৌরসভার মেয়রসহ সম্মানীত ব্যক্তিবর্গের দোয়া ও সহযোগিতা নিয়ে বর্ণিত মেহেরবান ফার্মেসী উদ্ভোধন করি। ছবিতে সংযুক্ত শিশু ইয়াছিন মাত্র ১১ মাসের শিশু। তাঁহার বয়সের তুলনায় শারিরীক ওজন বেশী হওয়ায় তাঁহার হার্টের সমস্যা লক্ষ্য করে সিলেট রাগিব রাবেয়া হসপিটালের শিশু বিশেষজ্ঞ ডাঃ রবিউল হাসানের স্বরনাপর্ন হয়ে প্রাথমিক চিকিৎসা নেই। তারপর তাঁহার অবস্থার উন্নতি না হলে ঢাকার নবজাতক শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডাঃ এস আলম ফেলো বিশ্ব স্বাস্থ্য সিংগাপুরের স্বরনাপর্ন হলে তাঁহার হার্টের একটি বাল্ব সঠিক কাজ করিতেছেনা মর্ম নির্ণয় করেন। তাঁহার চিকিৎসায় ৫ লক্ষ টাকা নিম্নমানে আবশ্যক। যাহা পিতা-মাতার ক্ষুদ্র ইনকামের পক্ষে ভয়াবহ। আশ্চর্যের বিষয় নয় মাস বয়স থেকেই শিশু বাচ্চাটির হাতে কলম নিয়ে লিখতে চেষ্টা করত। তাঁহার হাতে ধরা কলমটি পরবর্তী বয়সে ধরে রাখা ও বেচে থাকার স্বার্থে আপনাদের সাহায্য ও সহযোগিতা প্রার্থনা করিতেছি। মাদ্রাজ কিংবা সিঙ্গাপুর এ্যাপোলা হাসপাতালে চিকিৎসা নেওয়ার স্বার্থে সঠিক প্রচেষ্টা চলিতেছে।
বিনীত
মাতা নুজহাত তাবাস্সুম
মেহেরবান ফার্মেসী,
ওসমানী রোড, নবীগঞ্জ।
সাহায্য পাঠানোর ঠিকানা,
বিকাশ নম্বারঃ ০১৬৩৭৫০১০৮৭