Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ আলীয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্র পূনঃর্মিলনী সফলের পরামর্শ সভা

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুছুন্নাৎ কামিল মাদ্রাসার ১৯৮২ থেকে ২০১১ সালের প্রাক্তন ছাত্রদের পূনঃর্মিলনী অনুষ্ঠান সফলের লক্ষ্যে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যক্ষ গোলাম সরওয়ারে আলমের সঞ্চালনায় বিভিন্ন সালের শতাধিক প্রাক্তন ছাত্রের উপস্থিতিতে সভায় ২০১৮ সনের ৩১ মার্চ মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। ৩১ জানুয়ারী’ ১৮ ইং এর মধ্যে ব্যাচ সঞ্চালকদের নিকট থেকে অথবা আহ্বায়ক ফজলুর রহমান, যুগ্ম আহ্বায়ক কাজী মাওলানা এম.এ মান্নান, সদস্য সচিব অধ্যক্ষ গোলাম সরওয়ারে আলম এবং আলিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক কাজী মাওলানা আব্দুল ওয়াহেদের নিকট থেকে আগ্রহী প্রাক্তন শিক্ষার্থীগণ অথবা প্রবাসী বা দূরবর্তী অবস্থানরত শিক্ষার্থীগণ বাহক মারফত নিবন্ধন ফরম সংগ্রহ করে যথাযথ প্রক্রিয়ায় পূরণ পূর্বক জমা দান করতে পারবেন। মূল অনুষ্ঠানে প্রয়াত সকল উস্তাদ ও শিক্ষকবৃন্দকে এবং নিবন্ধিত সকল প্রাক্তন ছাত্রছাত্রীকে স্মৃতিস্মারক ক্রেস্ট প্রদান করা হবে। সকলের ছবি সম্বলিত একটি আকর্ষনীয় ম্যাগাজিন প্রকাশ করা হবে। প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট গভর্নিং বডির সাবেক ও বর্তমান দায়িত্বশীলগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, অত্র প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য সূধীবৃন্দ উক্ত অনুষ্ঠানে আমন্ত্রীত মেহমান হিসাবে উপস্থিত থাকবেন। বিভিন্ন বিষয়ে প্রস্তুতি ও প্রয়োজনীয় কাজ করার সুবিধার্থে কয়েকটি উপকমিটি গঠন করা হয়। আগামী ২৭ জানুয়ারী শনিবার সকাল ১০ ঘটিকার সময় মাদ্রাসা ক্যাম্পাসে পরবর্তী সাধারণ পরামর্শ সভা অনুষ্ঠিত হবে। এতে সকল প্রাক্তন দায়িত্বশীল শিক্ষার্থীদেরকে উপস্তিুত থাকার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়।