Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আব্দুল করিম আখনজী’র দাফন সম্পন্ন ॥ বিভিন্ন মহলের শোক

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আলহাজ্ব আব্দুল করিম আখনজী’র দাফন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় হবিগঞ্জ জজকোর্ট প্রাঙ্গণে ১ম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে হাজারো মানুষের ঢল নামে। জানাযার নামাজ পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হবিগঞ্জ আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট আব্দুল মতিন খান, এডভোকেট আব্দুল মোতালিব চৌধুরী, এডভোকেট আব্দুর রউফ, এডভোকেট সালেহ আহমেদ ও মরহুমের পুত্র এডভোকেট মাসুদ করিম আখনজী তাপস। জানাযার নামাজে জেলা ও দায়রা জজ, নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, আইনজীবি, ব্যবসায়ী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
বেলা ২টায় মরহুমের নিজ গ্রাম আতুকুড়া ফুটবল মাঠে ২য় ও সাড়ে ৩ টায় ৩য় জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক ডাঃ শাওখায়াত হাসান জীবন, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, মরহুমের পুত্র এডভোকেট মাসুদ করিম আখনজী তাপস, সাবেক মেম্বার নুরুল হক আখনজী। বক্তারা বলেন, এডভোকেট আব্দুল করিম আখনজী একজন সাদা মনের মানুষ ছিলেন। আইন পেশায় নিয়োজিত থেকে তিনি কখনও কারো মনে আঘাত করেননি। তিনি নিজে যে সুশিক্ষায় শিক্ষিত হয়েছেন তেমনি তার ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলেছেন।
মরহুম এডভোকেট আব্দুল করিম আখনজীর মৃত্যুতে বিভিন্ন শ্রেনী পেশার নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। শোক প্রকাশকারী নেতৃবৃন্দ হলেন- জাতীয় পার্টির জেলা সাধারণ সম্পাদক শংকর পাল, জেলা ইউনিয়ন চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, সুবিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সজিব আলী, বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, মক্রমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির রেজা, বানিয়াচঙ্গ উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন। আতুকুড়া সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবেদ খাঁন, সহ-সভাপতি সাইফুল ইসলাম খাঁন জামাল, সাধারণ সম্পাদক নিতেন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ এনামুল হক আখনজী, প্রচার সম্পাদক এস এম সুরুজ আলী, কার্যনির্বাহী সদস্য আমিরুল ইসলাম আখনজী, মহিবুল হোসেন উজ্জল, নুরুল আমিন, ইকবাল আহমেদ প্রমুখ।