Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ভিটামিন এ প্লাসের দ্বিতীয় রাউন্ডের উদ্বোধন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ভিটামিন এপ্লাস ক্যাম্পেইন ২য় রাউন্ডের উদ্বোধন অনুষ্ঠান গতকাল শনিবার সকাল ১১টায় নবীগঞ্জ হাসপাতালের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। ইপিআই টেকনোলোজিষ্ট অর্জিত দাশের উপস্থাপনায় ও নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ মোঃ আলমগীর চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গনি ওসমানী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সলিল বরণ দাশ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, দৈনিক বিবিয়ানার বার্তা সম্পাদক মতিউর রহমান মুন্না। এছাড়া অফিস সহকারী গনিউর রহমান রাসেল সহ স্বাস্থ্য সহকারী ও হাসপাতালের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে এপ্লাস ক্যাম্পেইন সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান। এবার সমগ্র উপজেলায় ৩২৫টি অস্থায়ী কেন্দ্র, ৩টি ভ্রাম্যমাণ কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে স্থায়ী কেন্দ্রের মাধ্যমে ৬৫৮ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সের ৮০৪৫ জন শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ৫০১৬০ জন শিশুকে দিনব্যাপী এপ্লাস ভিটামিন খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে বলে স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ জানান। সর্বোপরি সারা দিনব্যাপী এপ্লাস ক্যাম্পেইন সফল করার জন্য উপস্থিত সবাই তাদের বক্তব্যে তুলে ধরেন।