Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

রংপুরে জয়ের স্রোত প্রতিটি জেলায় উপজেলায় পৌঁছাবে : এরশাদ

এক্সপ্রেস ডেস্ক ॥ রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জয়ী হওয়ায় জাতীয় পার্টির একটি ভবিষ্যৎ আছে বলে মনে করেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, ‘আমাদের কর্মীরা আজ উদ্বেলিত হয়েছে, উচ্ছ্বসিত হয়েছে এবং অনুপ্রাণিত হয়েছে।’ শুক্রবার রংপুরের পল্লী নিবাসে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন এইচ এম এরশাদ। এ সময় তাঁর পাশে ছিলেন রংপুর সিটি নির্বাচনে জয়ী জাতীয় পার্টির নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
এইচ এম এরশাদ বলেন, ‘এই যে নির্বাচনে জয়ী হলাম, এর স্রোত আমি মনে করি বাংলাদেশের প্রতিটি জেলায়-উপজেলায় পৌঁছাবে। আমাদের কর্মীরা আজ উদ্বেলিত হয়েছে, উচ্ছ্বসিত হয়েছে এবং অনুপ্রাণিত হয়েছে। আগামীতে জাতীয় পার্টির একটি ভবিষ্যৎ আছে।’ গতকাল অনুষ্ঠিত রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীকে পেছনে ফেলে বিপুল ভোটে জয়ী হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন এক লাখ ৬০ হাজার ৪৮৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সরফুদ্দিন আহমেদ ঝন্টু নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৬২ হাজার ৪০০ ভোট। অন্যদিকে বিএনপি দলীয় প্রার্থী কাওছার জামান বাবলা ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫ হাজার ১৩৬ ভোট।
রংপুর সিটি করপোরেশনে ওয়ার্ড রয়েছে ৩৩টি। মোট ভোটার তিন লাখ ৯৩ হাজার ৯৯৪ জন। যার মধ্যে পুরুষ এক লাখ ৯৬ হাজার ৩৫৬ ও নারী ভোটার এক লাখ ৯৭ হাজার ৬৩৮ জন। এবারের নির্বাচনে মেয়র পদে সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ২১২ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।