Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ইকরাম ক্রিকেট টুর্ণামেন্টের পুরস্কার বিতরণকালে বক্তারা ॥ খেলাধূলা যুব সমাজকে অপরাধ থেকে দুরে রাখে

স্টাফ রিপোর্টার ॥ খেলাধূলা যুব সমাজকে অপরাধ থেকে দুরে রাখে। তাই লেখাপড়ার পাশাপাশি ছাত্র ও যুব সমাজকে খেলাধূলায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা। গতকাল বিকেলে বানিয়াচং উপজেলার ইকরাম প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্টানে এ সব কথা বলেন বক্তরা। ইকরাম ক্রিকেট ক্লাব আয়োজিত টি-১২ ক্রিকেট টুর্ণান্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল। বানিয়াচং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আহসান হাবীব মানিকের সভাপতিত্বে ও বিমল দাশের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি পাবেল খান চৌধুরী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মাসুম বিল্লাহ।
আয়োজকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, উবায়েদুল হক মাস্টার, সুজাতপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোবাস্সির আহমেদ বাছির, মোস্তফা কামাল এফিয়ান ও নুরে আলম মিয়া প্রমূখ।
এতে উপস্থিত ছিলেন, সাংবাদিক কাজী মিজানুর রহমান, সাবেক মেম্বার মোঃ আব্দুর রাজ্জাক, আমরুল চৌধুরী, আলমগীর হোসেন, তানভীর আহমেদ নুরুদ্দিন, শাহিন মিয়া, এয়াকুব হোসেন, জাহাঙ্গীর চৌধুরী, ডাঃ সাজিদুর রহমান ও কাসেম মিয়া প্রমূখ। টুর্ণামেন্টে মোট ৬টি দল অংশ গ্রহণ করে। গতকাল ইকরাম বাজার সান ফ্লাওয়ার একাদশ ও ইকরাম বাসস্ট্যান্ড ফুটন্ত গোলাপ একাদশের মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্টিত হয়। খেলার প্রথমার্ধ্যে ইকরাম বাজার সান ফ্লাওয়ার একাদশ সবকটি উইকেট হারিয়ে ১২ ওভারে ৯৫ রান সংগ্রহ করে। জবাবে ইকরাম বাসস্ট্যান্ড ফুটন্ত গোলাপ একাদশ ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে ৩ ওভার হাতে রেখেই জয় তুলে নেয়। খেলায় ইকরাম বাসস্ট্যান্ড ফুটন্ত গোলাপ একাদশ চ্যাম্পিয়ান হয়। পরে রানার আপ ও চ্যাম্পিয়ান দলের হাতে ট্রপি তুলে দেন অতিথিবৃন্দ। প্রধান অতিথি মোস্তফা কামাল আজাদ রাসেল ভবিষ্যতে এ ধরনের টুর্ণামেন্টের আয়োজন করা হলে পৃষ্টপোষকতা করার ঘোষণা দেন।