Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জের তেলঘরি গ্রামে বিদ্যুৎ উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি ॥ সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্ত বলেছেন- জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ উদ্বোধন করা হলো। তিনি বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। আজকের বিদ্যুতায়নের মাধ্যমে বানিয়াচং উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের তেলঘরি গ্রাম বিদ্যুতের আলোতে আলোকিত হলো। এমপি এডঃ মোঃ আব্দুল মজিদ খানের প্রচেষ্টায় বানিয়াচং আজমিরীগঞ্জ উপজেলায় যে উন্নয়ন হয়েছে তা দৃশ্যমান। তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ ভাবে নৌকায় ভোট দিয়ে এমপি এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এমপিকে পূণরায় নির্বাচিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তিনি গতকাল বানিয়াচং উপজেলার দৌলতপুর ইউনিয়নের তেলঘরি গ্রামের বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। প্রাইমারি স্কুল মাঠে তেলঘরি গ্রামের বিশিষ্ট সমাজসেবক সুজিত ঘোস্বামীর সভাপতিত্বে ও দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মলাই মিয়ার পরিচালনায় জনসভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডঃ মোঃ আব্দুল মজিদ খান বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন কিভাবে উন্নয়ন করতে হয়। তিনি বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন-আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আতর আলী মিয়া, অনুপ কুমার দেব মনা, এনামুল বাহার খান, আবুল হোসেন, প্রফুল্ল বৈষ্ণব, মনির হোসেন খান, মেয়র মোশাররফ হোসেন, ইউপি চেয়ারম্যান বকুল চন্দ দাস, ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুছ শামীম, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান খান, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান এরশাদ আলী, ইউপি চেয়ারম্যান সুশেনজিৎ চৌধুরী প্রমুখ।