Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ পৌরসভায় শিশুদের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো বিষয়ে ওরিয়েন্টেশন

প্রেস বিজ্ঞপ্তি ॥ আগামী ২৩ ডিসেম্বর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনকে সামনে রেখে হবিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে এডভোকেসী ও ওরিয়েন্টেশন সভা। বুধবার দুপুরে পৌরভবনের সভাকক্ষে হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। মেয়র তাঁর বক্তব্যে বলেন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনকে অতীতের মতো সফল ও স্বার্থক করে তোলতে স্বেচ্ছাসেবকসহ দায়িত্বশীলদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। সভায় আরো বক্তব্য রাখেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন সত্যজিৎ কুমার সাহা, পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর অবনী কুমার দাস, পৌর কাউন্সিলর পিয়ারা বেগম।
আগামী ২৩ ডিসেম্বর হবিগঞ্জ পৌরসভার ৭ হাজার ৫শ শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ওইদিন ৬ মাস হতে ১ বছরের নীচের শিশুদেরকে নীল ক্যাপসুল ও ১ বছর হতে ৫ বছর পর্যন্ত শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হবে। পৌর এলাকায় ক্যাম্পেইনকে সফল করতে ৮০ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন।