Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সংযুক্ত আরব আমিরাত আ.লীগের বিজয় দিবস উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিজয় দিবস এলে বাঙালিরা নিজেদের গৌরব মাখা যুদ্ধদিনের কথা মনে করে। পৃথিবীর সকল স্বাধীন দেশের স্বাধীনতা দিবস থাকলেও বিজয় দিবস খুব কম জাতির আছে। আর এই কম জাতির সংখ্যায় বাংলাদেশীরা আছে। বাঙালি জাতিরা বিজয় দিবসেরও স্বাদ নিতে পারে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছিলো বলে। মুক্তিযুদ্ধের চেতনা প্রবাসেও প্রাণে প্রাণে ছড়িযে দিতে সকল প্রবাসিতে কাজ করতে হবে। সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় এসব কথা বলেছেন প্রবাসি আওয়ামী লীগ নেতারা।
সংগঠনের সভাপতি রাখাল কুমার গোপের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জি এম জায়গীরদার এবং নাসির উদ্দিন কাইসারের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের উপদেষ্টা ডাঃ সৈয়দ নুর মুহাম্মদ। প্রধান বক্তা ছিলেন সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাবু অনুকুল রাম, ইসমাইল গনি চৌধুরী, দেলোয়ার আহমদ, কাজী মুহাম্মদ আলী, শাহ মাকসুদ, ড. মোহাম্মদ সেলিম সি আই পি, আজম খান, আব্দুল হাই, মাহবুবুর রহমান।
বক্তারা আরো বলেন, বাংলাদেশ মানেই আওয়ামী লীগ। তাই মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখতে বারবার আওযামী লীগ সরকারকে নির্বাচিত করতে হবে। এ সময় তারা প্রবাসে আওয়ামী নেতাকর্মীদের একই ছাতার নিচে থাকারও আহবান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শেখ ইউসুফ, মীর আহমদ, এহসানুল হক চৌধুরী, এনামুল হক চৌধুরী, এস কে আলাউদ্দিন, হানিফ ভুইয়া, স্বপন কুমার পাল, আমিন হাসান খান, হুসেইন মাহমুদ আলতাফ, আসকর আলী, আকবর আলী, সাজ্জাদ আমিন রনি, আহমদ হুসেন মীর, আনসারুল হক, খোরশেদ মোবারক, নুর মুহাম্মদ, মোঃ বিল্লাল, শেখ এমরানউল্লা, সুহেল আহমদ স্বপন ও ফয়ছল আহমদ।
স্বাগত বক্তব্য রাখেন বাবুল খান। কোরআন তেলাওয়াত করেন মীর খোকন। শুরুতে সমবেত কণ্ঠে দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
পরে সদ্যপ্রয়াত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মহিউদ্দিনের রূহের মাগফেরাত ও স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদের রূহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।