Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে প্রাথমিক স্কুলে ল্যাপটপ বিতরণ ॥ শিক্ষকরাই পারেন সোনার মানুষ গড়তে-এমপি আবদুল মজিদ খান

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের এমপি অ্যাডভোকেট আবদুল মজিদ খান বলেছেন, সোনার বাংলা গড়তে হলে আগে সোনার মানুষ হতে হবে। আর শিক্ষকরাই পারেন সোনার মানুষ তৈরি করতে। সোনার মানুষ গড়ার ক্ষেত্রে বর্তমান সরকার শিক্ষকদের সব রকম সহায়তায় পাশে থাকবে। শিক্ষকদের বেতনভাতা বৃদ্ধির পাশাপাশি বিসিএস নন-ক্যাডারদের শিক্ষকতা পেশায় নিয়োগ দিয়ে শিক্ষকদের মূল্যায়ন বাড়িয়েছে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুরে বানিয়াচং উপজেলা সভাকক্ষে প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। পিডিপি-৩ আওতায় উপজেলার ৫৮টি স্কুলে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা শিক্ষা অফিস। এ সময় প্রতিবন্ধী চার শিক্ষার্থীর মধ্যে হুইল চেয়ার প্রদান করেন এমপি। ইউএনও সন্দ্বীপ কুমার সিংহের সভাপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসিবুল ইসলামের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম সিদ্দিকী, প্রধান শিক্ষক অরুন কুমার দাশ, আবদুল কাইয়ূম, রশনারা আক্তার নিলু, মাহতাব মিয়া, কাজল কুমার দাশ, আবুল মনসুর তুহিন প্রমূখ।