Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে এমপি কেয়া চৌধুরীর প্রচেষ্ঠায় স্বাস্থ্য সহকারীদের বাইসাইকেল প্রদান

বাহুবল প্রতিনিধি ॥ এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর প্রচেষ্টায় বাই-সাইকেল পেলেন বাহুবল উপজেলায় স্বাস্থ্য সহকারীরা। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি বাই-সাইকেল বিতরণ করেন। এছাড়া চা-শ্রমিকদের মধ্যে তিনি ওষুধও বিতরণ করেন।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. বাবুল কুমার দাস। উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক শামীনুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম দস্তগীর, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি মোঃ নুরুল ইসলাম নূর, উপজেলা যুবলীগের আহ্বায়ক অলিউর রহমান অলি, যুগ্ম আহ্বায়ক মোশাহিদ আলী। বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মনিরুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হোসেন শাহ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদ প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে কেয়া চৌধুরী স্বাস্থ্য সহকারীদের উদ্দেশে বলেন, সরকারী বরাদ্দের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আপনাদের সাইকেলগুলো প্রদান করলাম। এগুলোর সদ্ব্যবহারের মাধ্যমে আপনারা তৃণমূল জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবেন। তিনি আরো বলেন, বাংলাদেশের কোথাও চা শ্রমিকদের আলাদাভাবে সরকারি ওষুধ বরাদ্দ দেয়ার ব্যবস্থা নেই। আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছ থেকে বিশেষভাবে বরাদ্দ এনে দীর্ঘদিন ধরে চা শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সরকারি ঔষধসমূহ বাগানের ডিস্পেনসারীর মাধ্যমে বিতরণ করছি। এর আগে সকালে এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সৌর বিদ্যুৎ, এক্সরে মেশিন এবং কেএমসি কর্ণার উদ্বোধন করেন।