Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শিবপাশা-মুরাদপুর-বিথঙ্গল হয়ে কুমড়ী দূর্গাপুর বাজার পর্যন্ত রাস্তা প্রকল্পটি স্থগিত করে আবুরা রাস্তা নির্মানের দাবি

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ১৪নং মুরাদপুর ও ১৫নং পৈইলাকান্দি ইউনিয়নবাসির জন্য শিবপাশা হইতে মুরাদপুর-বিথঙ্গল হয়ে কুমড়ী দূর্গাপুর বাজার পর্যন্ত ডুবন্ত রাস্তা নির্মানের প্রকল্পটি জনস্বার্থে স্থগিত করে আবুরা রাস্তা নির্মাণের দাবিতে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে একটি লিখিত আবেদন করা হয়েছে। এলাকাবাসির পে ১১৮১ জনের স্বারযুক্ত প্রধান প্রকৌশলী ¯’ানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে আবেদনটি করা হয়। এছাড়াও সংশ্লিষ্ট বানিয়াচং আজমিরীগঞ্জ এর সংসদ সদস্য, তত্বাবধায়ক প্রকৌশলী, সিলেট অঞ্চল (এল জি ই ডি), জেলা প্রশাসক, নির্বাহী প্রকৌশলী এলজিইডি হবিগঞ্জ, উপজেলা চেয়ারম্যান বানিয়াচং, উপজেলা নির্বাহী কর্মকর্তা বানিয়াচং ও উপজেলা প্রকৌশলী বানিয়াচংসহ সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুলিপি প্রেরণ করা হয়। আবেদনে উল্লেখ করা হয়, শিবপাশা হইতে কুমড়ী দূর্গাপুর বাজার পর্যন্ত রারাাটি মুরাদপুর ও পৈইলাকান্দি ইউনিয়নের জনগণসহ বানিয়াচং আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের জনগণ এবং কিশোরগঞ্জ জেলার অন্তর্গত অষ্টগ্রাম, মিঠামইন ও ইটনা উপজেলার বিভিন্ন গ্রামের জনগনের জন্য খুবই গুরুপ্তপূর্ণ রাস্তা। জনস্বার্থে রাস্তাটি আবুরা করার জন্য এলাকাবাসি বহু বছর যাবত দাবি করে আসছেন। কিন্তু ইদানিং অপ্রত্যাশিত ভাবে এলাকার জনগণ জানতে পারে যে জনগণের ন্যায্য দাবিকে উপাে করে রাস্তাটি ডুবন্ত রান্তা নির্মাণের জন্য টেন্ডার সম্পন্ন করা হয়। আবেদনে আরও উল্লেখ করা হয়, যদি ডুবন্ত রাস্তা নির্মাণ করা হয় এলাকার পরিবেশগত কারণে জনগণের সুবিধার পরিবর্তে বিভিন্ন সমস্যার সৃষ্টি হবে। তাই এ ব্যাপারে এলাকাবাসি ঐক্যবদ্ধ ভাবে যাতে করে আবুরা রাস্তা নির্মান করা হয় সে জন্য মিছিল মিটিং ও সমাবেশ করে আসছে। তাই জনগণের মতামতকে তোয়াক্কা না করে কতিপয় ব্যক্তির স্বার্থে ডুবন্ত রাস্তা নির্মানের উদ্যোগ অব্যহত থাকা জনস্বার্থের সম্পুর্ণ পরিপস্থি। হাজার হাজার জনগণের বৃহত্তর স্বার্থে ডুবন্ত রাস্তা নির্মাণের উদ্যোগ স্থগিত করে আবুরা রাস্তা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয় সে জন্য আবেদন জানানো হয়েছে।