Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের অভিষেক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের জাঁকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের আমির চাঁন কমপ্লেক্সের মহিমা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব অ্যাডঃ মোঃ আবু জাহির এমপি। বিশেষ অতিথি ছিলেন অ্যাডঃ আব্দুল মজিদ খান এমপি, রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮২ এর পিডিজি রোটারিয়ান ডা: মঞ্জুরুল হক চৌধুরী, রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮২ এর গভর্ণর নমিনি লে.কর্ণেল (অব.) এম আতাউর রহমান পীর, ডিস্ট্রিক্ট কমিটি চেয়ার পিএজি রোটারিয়ান ডাঃ মোঃ জমির আলী, রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের অ্যাডভাইজার ও রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮২ এর জোনাল অ্যাডভাইজার রোটারিয়ান শহীদ উদ্দিন চৌধুরী, জোনাল কো-অর্ডিনেটর রোটারিয়ান শামীম আহছান, ডেপুটি গভর্ণর রোটারিয়ান ডাঃ এসএস আল আমিন সুমন, এসিস্ট্যান্ট গভর্ণর রোটারিয়ান তবারক আলী লস্কর। অভিষেক অনুষ্ঠানের চেয়ারম্যান রোটারিয়ান সিরাজুল ইসলামের পরিচালনায় প্রথম পর্বে সভাপতিত্ব করেন আইপিপি রোটারিয়ান নজমুল হক। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রোটারিয়ান ইঞ্জিনিয়ার শহীদুল হক। গীতা পাঠ করেন রোটারিয়ান অ্যাডঃ সুদীপ কান্তি বিশ্বাস। রোটারী ইনভোকেশন পাঠ করেন ইশতিয়াক আহমেদ তরফদার কল্লোল। প্রথম পর্বে রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের ২০১৫-১৬ মেয়াদের কমিটির কার্যক্রমের উপর বার্ষিক রিপোর্ট পেশ করেন সংগঠনের সেক্রেটারি রোটারিয়ান অ্যাডঃ মোকাম্মেল হোসেইন। এরপর অনুষ্ঠানে আগত অতিথিদের পরিচয় করিয়ে দেন রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান হারুনুর রশিদ চৌধুরী। বক্তৃতা করেন রোটারিয়ান আবু আজমল পাঠান, রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই’র প্রেসিডেন্ট সৈয়দ আব্দুল বাকী ইকবাল প্রমূখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের শুরুতে নয়া প্রেসিডেন্ট রোটারিয়ান শরীফ উল্লাহ’র গলায় প্রেসিডেন্ট কলার পরিয়ে দিয়ে তাকে রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত করেন বিদায়ী প্রেসিডেন্ট রোটারিয়ান নজমুল হক। এ সময় নয়া কমিটির নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান পিডিজি রোটারিয়ান ডা: মঞ্জুরুল হক চৌধুরী। নয়া প্রেসিডেন্ট রোটারিয়ান শরীফ উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিতীয় পর্বে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে একটি সুন্দর স্যুভেনীর প্রকাশিত হয়। স্যুভেনীরের মোড়ক উন্মোচন করেন এমপি আবু জাহিরসহ অতিথিবৃন্দ। মোড়ক উন্মোচন পর্ব পরিচালনা করেন রোটারিয়ান রাসেল চৌধুরী। অনুষ্ঠানে ক্লাব সদস্যদের উপস্থিতির পার্সেন্টেজ তুলে ধরেন সার্জেন্ট এট আর্মস রোটারিয়ান টিপু চৌধুরী। ভোট অব থাঙ্কস প্রদান করেন রোটারিয়ান হারুনুর রশিদ চৌধুরী।
অনুষ্ঠানে রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় পড়ূয়া একজন এতিমকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা ও দুজন দরিদ্র নারীকে দুটি সেলাই মেশিন দেয়া হয়। অনুষ্ঠানে আলোচনার ফাঁকে ফাঁকে শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। সাংস্কৃতিক পর্ব পরিচালনায় ছিলেন রোটারিয়ান নুরউদ্দিন জাহাঙ্গীর। অনুষ্ঠানে সবচেয়ে আকর্ষণীয় দিক ছিলো রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রাল পরিচালিত পথশিশুদের পাঠশালায় অধ্যয়নরত শিশুদের সঙ্গীত পরিবেশন। এ পর্বটি পরিচালনা করেন রোটারিয়ান মোহাম্মদ জাহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তৃতায় এমপি আবু জাহির রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের কার্যক্রমের প্রশংসা করেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে উপহার প্রদান করা হয়। সবশেষে সবাইকে নৈশভোজে আপ্যায়িত করা হয়।