Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ে এমপি কেয়া চৌধুরী ॥ সুপ্ত প্রতিভা বিকশিত করাই শিক্ষার লক্ষ্য

প্রেস বিজ্ঞপ্তি ॥ সংরক্ষিত মহিলা সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন, সুপ্ত প্রতিভা বিকশিত করাই শিক্ষার লক্ষ্য। গতকাল হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস উদযাপন ২০১৭ এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি ওই বিদ্যালয়ের বিভিন্ন সমস্যাদি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখবেন বলে আশ্বাস দেন। হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য হাজী আনওয়ার আলীর সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মোঃ রিয়াজুল করিম চৌধুরীর পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওঃ আব্দুল হান্নান, গীতা পাঠ করেন সহকারী শিক্ষক সঞ্জয় কুমার ধাম। স্বাগত বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওঃ মনসুর আহমদ আতিক, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন হাজী মোজাহিদ আহমদ, শাহ রিজবী আহমদ খালেদ, মোঃ ছাইম উদ্দিন ৭নং ইউ,পি চেয়ারম্যান, মোঃ বজলুর রহমান। এতে আরো বক্তব্য রাখেন রবীন্দ্র কুমার দাশ, বিপুল দেব, জেবু আহমেদ লেবু, ভানুলাল দাশ, নারায়ন চন্দ্র দাশ প্রমুখ।
এতে উপস্থিত ছিলেন আলতাব আলী, হাজী মোজাহিদ খান, আশরাফুল ইসলাম (সুমন), মোঃ আঃ রহমান, আঃ রউফ সাবেক মেম্বার, গোলাম রব্বানী, মুক্তিযোদ্ধা ছাদিকুর রহমান, মোঃ বদরুজ্জামান সহকারী প্রধান শিক্ষক, অলক দাশ শিক্ষক, অসীম চৌঃ, নাজনীন সুলতানা, শিখা দাশ, ঝিমলী দেব, সোহেলা বেগম, মানিক মিয়া, জালাল উদ্দিন, পিয়েল রানা, নৃপেন্দ্র সূত্রধরসহ আরো অনেক।