Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লন্ডনে বিজয় দিবস পালন

লন্ডন প্রতিনিধি ॥ লন্ডনের বিভিন্ন স্থানে ৪৬তম মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। স্থানীয় সময় রাত ১২.১ মিনিটে স্ব স্ব এলাকায় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন সেদেশে বসবাসরত বাংলাদেশীরা। ইংল্যান্ডের লন্ডন, বার্মিংহাম, ম্যানচেষ্টার, লুটন, লাফবরা, কার্ডিফ, ইত্যাদি শহরে বাঙালীরা বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন করেন। লন্ডনের আলতাফ আলী পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, আঞ্চলিক সংগঠনগুলোর পাশাপাশি যুক্তরাজ্য হবিগঞ্জ আওয়ামী পরিবার, চুনারুঘাট এসোসিয়েশন ইউকে, ইয়ুথ এসোসিয়েশন ইউকে,  হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, ফ্রেন্ডস এলায়েন্স ৯২ব্যাচ, প্রাণের একাত্তর ইত্যাদি সংগঠনগুলো পুস্পস্তবক অর্পন করেন। অংশগ্রহণ করে, হবিগঞ্জ ডিষ্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে, সভাপতি এম এ আজিজ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ব্যারিস্টার মাহমুদুল হকের নেতৃত্বে অংশগ্রহন করেন সাংগঠনিক সম্পাদক এ রহমান অলি, সমাজকল্যাণ সম্পাদক শহিদুল আলম চৌধুরী বাচ্চু, প্রচার সম্পাদক জালাল আহমেদ, কার্যকরী সদস্য ইকবাল ফজলু,  সৈয়দ মোস্তাক আহমেদ, তাজ উদ্দিন আহমেদ, কাজী তাজউদ্দিন আকমল প্রমুখ।