Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। শনিবার সূর্যোদয়ের সাথে সাথে ২১ বার তোপধ্বনি  এবং স্থানীয় স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। ভোর ৬.০১ মিনিটে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, পৌর পরিষদ, বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন, জাতীয় পার্টি অঙ্গ ও সহযোগী সংগঠন, বিএনপি, আইডিয়াল উইমেন্স কলেজ, আরডিআরএস, আনন্দ নিকেতনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনগুলো পুস্পমাল্য অর্পন করেন। সকাল ১০ টায় নবীগঞ্জ সরকারী জেকে মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্টানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজ পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার, ওসি আতাউর রহমান। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলা ও ডিসপ্লে প্রর্দশনকারীদের মধ্যে বিজয়ীদের হাতে পুরষ্কার বিতরণ করা হয়। বেলা ২ টায় উপজেলা হল রোমে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংর্বধনা দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রাক্তন চেয়ারম্যান আব্দুর রউফ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুর উদ্দিন বীর প্রতিক, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষে ক্বাজী ওবায়দুল কাদের হেলাল, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, কৃষি কর্মকর্তা মোঃ দুলাল উদ্দিন প্রমুখ।