Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র দাশের পরলোকগমণ

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র দাশ পরলোকগমণ করেছেন। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন শনিবার দিবাগত রাত ৮.২২ ঘটিকার নিজ বাড়িতে তিনি শেষ:নিশ্বাস ত্যাগ করেন। গতকাল রবিবার সকালে রাষ্ট্রীয় মর্যাদায় তার মরদেহ দাহ করা হয়েছে। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউর গণি উসমানী ও মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দের উপস্থিতিতে গার্ড অব অনার প্রদান করেন পুলিশের একটি চৌকোস দল। স্বাধীনতার এই বীর সেনানী মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাশ এর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। অনেকেই তাদের সহযোদ্ধাকে হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাশ নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের মুক্তাহার গ্রামের বাসিন্দা ও বৈলাকীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি ২ পুত্র ও ২ কন্যা সন্তানের পিতা ছিলেন।