Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে হাঁসের খামরে ফাঁদ পেতে মেছো বাঘ আটক

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে ফাঁদ পেতে একটি মেছো বাঘকে আটক করা হয়েছে। গতকাল রোববার সকালের দিকে জাতুকর্ণপাড়া এলাকায় শুটকি নদীর বাঁধে হাঁসের খামারে ফাঁদে মেছো বাঘটি আটকা পড়ে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতুকর্ণপাড়ার শুটকি নদীর বাঁধে বেশ কয়েকটি হাঁসের খামার রয়েছে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো খামার থেকে হাঁস ধরে নিয়ে যাচ্ছিলো মেছো বাঘটি। রোববার রাতে স্থানীয় আরাফাত আলী, মামুন ও শাহেদ মিয়া মিলে একটি ফাঁদ পেতে রাখেন খামারের কাছে। গতকাল সকালে মেছো বাঘটি খামারে হানা দিলে পেতে রাখা ফাঁদে আটকা পড়ে।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ কুমার সিংহ জানান, এ ব্যাপারে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ব্যাপারে হবিগঞ্জের উপ-বিভাগীয় বন কর্মকর্তা হাসানুর রহমান বলেন, এখন হাওরাঞ্চলের পানি কমতে শুরু করেছে। মাছ খাওয়ার উদ্দেশে হয়তো মেছো বাঘটি বনাঞ্চল থেকে সেখানে গিয়েছিল। যত দ্রুত সম্ভব আমরা মেছো বাঘটি উদ্ধার করে প্রকৃতিতে অবমুক্ত করবো।