Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জালালাবাদ এসোসিয়েশন ঢাকা ও নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

স্টাফ রিপোর্টার ॥ জালালাবাদ এসোসিয়েশন ঢাকা ও নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের যৌথ উদ্যোগে নবীগঞ্জ উপজেলার শিবগঞ্জ বাজারে এশিয়া মহাদেশের প্রখ্যাত চিকিৎসক মরহুম এম এ খালেক এর স্মৃতি স্বাস্থ্য কমপ্লেক্সে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প গতকাল ১৫ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হয়।
নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের উপদেষ্টা ও স্মৃতি স্বাস্থ্য কমপ্লেক্সে এর চেয়ারম্যান বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা মোঃ খালেদ মহসিন এর সভাপতিত্বে ও জালালবাদ এসোসিয়েশন ঢাকার সহ-সভাপতি কাইয়ুম চৌধুীরর পরিচালনায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপক ডা. শাহলা খাতুন। সম্মানীত অতিথির বক্তব্য রাখেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও বিএমএ’র কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক ডা. মোর্শেদ আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সাধারণ সম্পাদক সৈয়দ জগলুল পাশা চৌধুরী, নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের সহ-সভাপতি, বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহেেযাগী অধ্যাপক ডা. এস.এম হাবিব উল্লাহ সেলিম, ড.একেএম মোবিন, হবিগঞ্জ আওয়ামীলীগ নেতা গাজী মোঃ শাহনেওয়াজ মিলাদ গাজী, ডা. আব্দুল হাই চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা, ঢাকা জালালাবাদ এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক  ফাহিমা খানম চৌধুরী মনি, ড. সৈয়দ অমর কাইয়াম। অন্যন্যার মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক স্বাস্থ্য পরিচালক মাসুক পারভেজ, নবীগঞ্জ কল্যাণ সমিতির সভাপতি মনসুর আলী খান, সহ-সভাপতি ছালেহ আহমদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মনসুর ঘোরী, দরগা গেইট শাখা এবি ব্যাংকের ম্যানেজার অলিউর রহমান নাহিদ, ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম, বয়েত উল্লা, সেলিম চৌধুরী, কাজী ওবায়দুল কাদের হেলাল প্রমুখ। দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে প্রত্যন্ত অঞ্চলের মধ্যে ডাঃ মোর্শেদ আহমদ চৌধুরীর নেতৃত্বে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক মেডিকেল অফিসার এবং দেশবরণ্য নাক কান গলার বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর আব্দুল্লা, চক্ষু বিশেষজ্ঞ ডা. মারুফ আলী, সিলেট হার্ট ফাউন্ডেশনের কার্ডিওলজী চিকিৎসক বৃন্দসহ নগরীর প্রাইভেট কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ প্রায় সহস্রাধিক গরীব রোগীর চিকিৎসাপত্র ও ফ্রি ঔষধ বিতরণের মাধ্যমে সেবা প্রদান করেন। অতিথিবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ পুরো ক্যাম্প পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষের সাথে সুসম্পর্ক ও তাদেরকে উন্নতমানের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ঢাকা জালালাবাদ এসোসিয়েশন ও নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে। এ অঞ্চলের মানুষের জন্য ডা. এম এ খালেক এর স্মৃতি স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা সর্বক্ষণ অব্যাহত থাকার আশাবাদ ব্যক্ত করেন।