Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আ.লীগের আলোচনা সভায় এমপি আবু জাহির ॥ বুদ্ধিজীবী হত্যাকারীদের বিচার দেখতে চাই

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগ সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের এবং ৭১ এর মানবতাবিরোধী কর্মকাণ্ডের বিচার করেছে। এখনও যুদ্ধাপরাধীদের বিচার চলছে। যারা বুদ্ধিজীবীদের হত্যার সাথে জড়িত ছিল সেই রাজাকার, আল-বদর আল শামসদের বিচার আমরা দেখতে চাই। পাশাপাশি আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়লাভ করতে সংগঠনকে আরো সুসংগঠিত করতে হবে। হবিগঞ্জকে আমরা বিগত সময়ে ২য় গোপালগঞ্জ হিসাবে জননেত্রী শেখ হাসিনার কাছে প্রতিষ্ঠিত করেছি। আগামী নির্বাচনেও হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ হিসাবে প্রতিষ্ঠা করতে দলকে ওয়ার্ড পর্যায় থেকে সুসংগঠিত করতে হবে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি সভাপতির বক্তব্যে একথাগুলো বলেন।
সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপি ও সদস্য এডভোকেট সুলতান মাহমুদের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তৃতা করেন আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, সহ সভাপতি এডভোকেট সিরাজুল হক চৌধুরী, এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা, উপ দপ্তর সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান, সদস্য এডভোকেট সুমঙ্গল দাশ সুমন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, কৃষক লীগ সভাপতি হুমায়ুন কবীর রেজা, শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান চৌধুরী, তাতী লীগের সদস্য সচিব জসিম উদ্দিন, যুবলীগের সহ সভাপতি শওকত আকবর সোহেল, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদ।
অনুষ্ঠানের শুরুতে সকল শহীদ বুদ্ধিজীবী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সকল শহীদ মুক্তিযোদ্ধা এবং হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক এডভোকেট আব্দুল মোছাব্বির বকুলের পিতা প্রকৌশলী আব্দুর রাজ্জাক ওরফে শায়েস্তা মিয়া ও জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমের মাতা মানিক বাহার এর মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে নিরবত পালন করা হয়।