Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি সংগঠনের নির্বাচন ॥ ১১ পদে ২৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার নবীগঞ্জ থানা পয়েন্ট অটো রিক্সা (সিএনজি) সংগঠনের দ্বি-বার্ষিক নির্বাচনে ১১টি পদের বিপরীতে ২৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত নবীগঞ্জ থানা রোডস্থ অস্থায়ী কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম এর হাতে স্ব-স্ব প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। সভাপতি পদে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন মোঃ কাজল মিয়া, মোঃ ছানু মিয়া ও ফয়েজ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি পদে জুনাব আলী, রাজ্জাক মিয়া, আওলাদ হোসেন, দুধু মিয়া, সাধারণ সম্পাদক পদে আল আমীন, জমসেদ আলী, তাজ উদ্দিন, সুমন মিয়া, যুগ্ম সম্পাদক পদে আফজল হোসেন, শিপন মিয়া, সাংগঠনিক সম্পাদক আলী আহমদ বেলাল, আশিকুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে শিপন মিয়া, সামছুজ্জামান, আল আমীন হিরণ, সদস্য পদে জহুর আলী, সবুর মিয়া, সুবেল মিয়া, রিপন মিয়া, সুবিন মিয়া, মোজাম্মিল হক সাজু, সাহেদ আলী ও নজরুল ইসলাম। আগামী ১৩ জানুয়ারী ২০১৮ইং নির্বাচন। ওই দিন সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্টিত হইবে। আগামী ১৬ ডিসেম্বর বেলা ৫ ঘটিকায় মনোনয়নপত্র যাচাই বাছাই, ২০ ডিসেম্বর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেয়া হবে। নির্বাচনকে কেন্দ্র করে থানা পয়েন্টে সিএনজি শ্রমিকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। ইতিমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। খসড়া ভোটার তালিকা ও নির্বাচনী আচরন বিধি প্রকাশ করা হয়েছে। আগামী ২১ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।