Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের মুছা হুমকীতে পিছু হটলো পুলিশ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর শহরতলীর ছালামতপুর গ্রামের আলোচিত মুছা’কে নিয়ে তোলপাড় শুরু হয়েছে। পুলিশ মুছার বাড়িতে অভিযান করলেই পাশর্^বর্তী বাড়ির শ্রমিক নেতা হেলাল আহমেদকে তার রোশানলে পড়তে হয়। তার ধারনা উক্ত হেলাল আহমদই পুলিশকে খবর দেয় তাকে ধরার জন্য। গতকাল মঙ্গলবার বিকালে মুছা মিয়া শ্রমিক নেতা হেলাল আহমদের বাড়ির সীমানায় বেড়া দিয়ে তার চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। এ বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে এসআই সুজিত চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে বেড়া অপসারনের জন্য বললে মুছা ও তার পরিবারের রোশানলে পড়ে পুলিশ। এক পর্যায়ে মুছাকে গ্রেফতারের চেষ্টা করলে তার হুমকীতে ফিরে আসে পুলিশ। পরে অতিরিক্ত পুলিশ নিয়ে পুণঃরায় মুছা’র বাড়িতে গিয়েও মুছা মিয়া ও তার পরিবারের সদস্যদের বাধার মুখে পুলিশ বিফল হয়ে ফিরে আসে। এক পর্যায়ে হেলাল আহমদের বাড়ি ঘরে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। ঘটনাটি ছালামতপুর এলাকাসহ নবীগঞ্জ শহরে আলোচনার ঝড় উঠে। ছালামতপুর গ্রামের খোরশেদ আলীর ছেলে মুছা মিয়া ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। সে নবীগঞ্জের আলোচিত ছাত্রলীগ নেতা হেভেন হত্যা মামলায় অভিযুক্ত বলে সূত্রে জানা গেছে।