Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশী যুবককে হস্তান্তর করেছে বিএসএফ

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে অবৈধভাবে ভারতে প্রবেশকারী রমজান মিয়া নামে মানসিক ভারাসাম্যহীন এক বাংলাদেশী নাগরিককে ফিরিয়ে দিয়েছে ভারত। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা ১২টায় তাকে পরিবারের নিকট হস্তান্তর করেন বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মোঃ আছাদুদ-জামান চৌধুরী। রমজান উপজেলার ঘনশ্যামপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে। লেফট্যানেন্ট কর্ণেল মোঃ আছাদুদ-জামান চৌধুরী জানান, মাসখানেক পূর্বে রমজান হবিগঞ্জ সীমান্ত শুন্য লাইন অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় ভারতের বিশালঘর থানা পুলিশ তাকে আটক করে বিশালঘর জেল হাজতে প্রেরণ করে। সেখানে তাকে মানসিক অসুস্থ বুঝতে পেরে ভারতীয় পুলিশ প্রহরায় মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার কিছুটা উন্নতি হওয়ার পর মঙ্গলবার বিজিবি’র নিকট তাকে হস্তান্তর করে বিএসএফ। পরবর্তীতে রমজানের পরিবারের লোকজনকে খবর দিয়ে তাকে হস্তান্তর করে বিজিবি। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার মুরুব্বীয়ান উপস্থিত ছিলেন।