Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ব্রিজের নিচে বসবাস করা নারী মেম্বার অবশেষে জায়গা পেলেন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ব্রিজের নিচে বসবাস করা ভূমিহীন ইউপি মেম্বার রহিমা বেগম অবশেষে সরকারীভাবে বরাদ্দ ১২ শতক জমি বুঝে পেলেন। গত সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্তকর্তা তাজিনা সারোয়ার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গনি ওসমান সরজমিনে গিয়ে রহিমা বেগমকে জায়গার দখল বুঝিয়ে দেন। দীর্ঘ বছর ধরে ব্রিজের নিচে বাস করা রহিমা বেগম সরকারী ভূমি পেয়ে আনন্দিত। সেই সাথে রহিমা বেগমের পরিবার এবং এলাকাবাসীও আনন্দিত।
রহিমা বেগম আউশকান্দি ইউনিয়নের সংরক্ষিত আসনের একজন মেম্বার। তাঁর নিজের কোন জায়গা-জমি এমনকি বাড়িঘর পর্যন্ত নেই। ফলে দীর্ঘ এক যুগেরও বেশী সময় ধরে ঢাকা-সিলেট মহাসড়কের ব্যস্ততম রাস্তা সৈয়দগঞ্জ বাজার সংলগ্ন মনু খালের ব্রিজের নিচে পরিবারসহ বসবাস মানবেতর দিনযাপন করে আসছেন। সারা দিন-রাত তাদের উপর দিয়ে চলাচল করে কয়েক হাজার যানবাহন। গেল নির্বাচনে সংরক্ষিত আসনের ইউপি সদস্য নির্বাচিত হয়েও ভূমিহীনের তালিকা থেকে নাম কাটাতে পারেননি তিনি।
এ ব্যাপারে গত বছরের ডিসেম্বর মাসে তাঁর জীবনকাহিনী নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদনটি নজরে আসে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ারের। তিনি খোঁজ খবর নিয়ে ভূমিহীন হিসেবে রহিমা বেগমকে পুনর্বাসন করার উদ্যোগ নেন। উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার ওই এলাকার খাস জমি থেকে ১২ শতক ভূমি রহিমা বেগমের নামে বরাদ্দ দেন। বরাদ্দ হওয়া জমি গত সোমবার বিকেলে ভূমির দখল বুঝিয়ে দেন।
এ ব্যাপারে অনুভূতি প্রকাশ করে নারী ইউপি সদস্য রহিমা বেগম বলেন, গণমাধ্যমে সংবাদ দেখে ইউএনও মহোদয় আমার পরিবারকে মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন। এর জন্য তিনি গণমাধ্যমকর্মী ও ইউএনও সহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বরাদ্দকৃত ভূমিতে ঘর বাড়ী নির্মাণের জন্য বিত্তবানদের প্রতি সাহায্যের আহবান জানান।