Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী মাসব্যাপি হ্যান্ডবল প্রশিক্ষণ সমাপ্ত

প্রেস বিজ্ঞপ্তি ॥ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী/২০১৭-১৮ এর আওতায় হবিগঞ্জ জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত মাসব্যাপি হ্যান্ডবল প্রশিক্ষণ ৯ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তানগরে আলী ইদ্রিস হাই স্কুলের খেলার মাঠে অনুষ্ঠিত হয়। মাসব্যাপি হ্যান্ডবল প্রশিক্ষণে সদর উপজেলার অনুর্ধ ১৬ বছরের ৩০ জন ছাত্র- ছাত্রী প্রশিক্ষণ গ্রহন করে। উক্ত মাসব্যাপি হ্যান্ডবল প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেন আলী ইদ্রিস হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ লিটন মিয়া। সাফল্যজনকভাবে মাসব্যাপি হ্যান্ডবল প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে জেলা ক্রীড়া অফিস হবিগঞ্জ এর ব্যবস্থাপনায় উপহার ও সনদপত্র বিতরন করা হয়। মাসব্যাপি হ্যান্ডবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন আলী ইদ্রিস হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ লিটন মিয়া, হবিগঞ্জ ও জেলার কোচ মহরম আলী। এতে সভাপত্বি করেন আলী ইদ্রিস হাই স্কুলের প্রতিষ্ঠাতা প্রতিনিধি আব্দুল হান্নান। উক্ত মাসব্যাপি হ্যান্ডবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ ও স্কুলের সহকারী শিক্ষক তাসলিমা আক্তার, মোহাম্মদ জিল্লুর রহমান, বিকাশ দাশ, হ্যাপি রানী তালুকদার।