Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০ ॥ আটক ৪

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দলের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় ৪জনকে আটক করেছে পুলিশ। গতকাল সকাল ৯টার দিকে  উত্তর সুরমা গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-তেলিয়াপাড়ায় উত্তরসুরমা গ্রামের ইন্তাজ আলীর ছেলে আব্দুল আউয়াল বুলু ও একই গ্রামের সুন্দর আলীর ছেলে কাউছার মিয়ার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। গত রোববার দুপুরে শাহজাহানপুর ইউনিয়ন পরিষদে একটি গ্রাম্য সালিস বসে। সালিস চলাকলে একপক্ষে বুলু ও অপরপক্ষে কাউছার মিয়া অবস্থান নেয়। এক পর্যায়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হলে সালিস পণ্ড হয়ে যায়। এর জের ধরে গতকাল সকাল ৯টার দিকে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এতে ১০জন আহত হয়। আহতরা হল শাহজাহান (২২), মইদর (৩৩), কালা মিয়া (২৪), বানু মিয়া (৩৩), কাউছার মিয়া (৩০), কালা মিয়া (২৪), ফয়সল (৩৫), রাজ্জাক মিয়া (২৩), পুতুল আক্তার (২১), রঙ্গু মিয়া (৩০)। তাদেরকে প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বি.বাড়ীয়া ও হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য ৪জনকে আটক করেছে পুলিশ। তেলিয়াপাড়া পুলিশ ফাঁিড়র ইনচার্জ এসআই আব্দুল্লাহ আল মামুন জানান, একটি সালিস বৈঠকে পক্ষপাতিত্ব করাকে কেন্দ্র করে বুলু ও কাউছারের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা  ঘটে। শাহজাহানপুর ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুলু ও কাউছারের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে।