Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে ভোক্তা অধিকার আইনে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এ অভিযান পরিচালনা করেন। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য রাখা, খাদ্যপণ্য অতিরিক্ত দামে বিক্রি করা, অতিরিক্ত ওজনের মিষ্টির প্যাকেট ব্যবহার করাসহ বিভিন্ন কারনে বিসমিল্লাহ হোটেল এন্ড রেষ্টুরেন্টকে ৫ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা, খাদ্যপণ্যে মাছি ও পোকা পাওয়া, অতিরিক্ত ওজনের মিষ্টির প্যাকেট ব্যবহার করাসহ বিভিন্ন কারনে আদর্শ মিষ্টিঘরকে ৭ হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করার উদ্দেশ্যে দোকানে রাখা, বিক্রি করার জন্য নয় এই ধরনের ঔষধ দোকানে রাখা ইত্যাদি কারনে আল মদিনা ফার্মেসীকে ২ হাজার টাকাসহ মোট ১৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসুক আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।