Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আপনাদের জীবন মানউন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি-এমপি মজিদ খান

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জ নির্বাচনী এলাকার সংসদ সদস্য হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান বলেন, আপনারা যেদিন থেকে ভোট দিয়ে আমাকে এমপি বানিয়েছেন আমি সেদিন থেকে দিন রাত পরিশ্রম করে আপনাদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে কল্যাণে কাজ করে যাচ্ছি।
গতকাল বিকাল ৩ ঘটিকায় বানিয়াচং আজমিরীগঞ্জ উপজেলার আওয়ামী পরিবারের নেতৃবৃন্দদের নিয়ে মিলন মেলার মাধ্যমে বড় বাজার হইতে আদর্শ বাজার রাস্তার সংস্কার ও বর্ধিত করণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বানিয়াচং আজমিরীগঞ্জ নির্বাচনী এলাকার সংসদ সদস্য এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এমপি। ভিত্তিপ্রস্থর শেষে বড় বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ হারুণ মিয়ার সভাপতিত্বে বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিপন চৌধুরী ও যুবলীগ নেতা জসিম উদ্দিনের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান উপরোক্ত কথাগুলি বলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মর্তুজা হাসান, আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিছবাহ উদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতর আলী মিয়া, জেলা আওয়ামীলীগের সদস্য ও জেলা পরিষদের সদস্য নজমুল হাসান, জেলা পরিষদের সদস্য মনির হোসেন খান, সহ-সভাপতি শিবপাশা ইউনিয়নের চেয়ারম্যান আলী আমজাদ তালুকদার, সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল কাদির শামছু, যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার আলী, সাংগঠ সম্পাদক বদলপুর ইউনিয়নের চেয়ারম্যান শুষেনজিৎ চৌধুরী, আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক বাবলু রায়, যুগ্ম আহ্বায়ক সজিব, শ্রমিক লীগের সভাপতি জাহিদ হাসান জীবন, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আহমদ হোসেন লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হাসেন খান বাহার, আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন, আবুল হোসেন, নজরুল ইসলাম, সদস্য ও সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান খান, সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক আরজু মিয়া, সদস্য শাহ নেওয়াজ ফুল মিয়া, আওয়ামী আইনজীবী পরিষদের নেতা এডভোকেট আলাউদ্দিন তালুকদার, এডঃ নজরুল ইসলাম খান, আবুল কাশেম চৌধুরী, হোসেন আহমদ খান,  ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান খান, শাহ শওকত আরেফিন সেলিম, আব্দুল কদ্দুছ শামীম, এরশাদ আলী, গিয়াস উদ্দিন, ঈমান উদ্দিন, কৃষ্ণ দেব, আবু মোতালেব খান লেছু, মোস্তাকিম বিশ্বাস প্রমূখ।