Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

৩ দিনের বৃষ্টিতে চুনারুঘাটে কোটি টাকার সব্জির ক্ষতি

চুনারুঘাট প্রতিনিধি ॥ গত তিন দিনের বৃষ্টিতে চুনারুঘাট উপজেলার আমন ফসল ও শীতকালীন সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে। আমন মওসুমের শুরুতেই অগ্রায়নের এমন মাঝারি বৃষ্টিতে নি¤œাঞ্চলের জমির আমন ফসল এখন পানির নিচে রয়েছে। অনেকেই আমন ধান কাটতে শুরু করলেও তাদের কাটা ধান এখনও জমিতে রয়েছে। গতকাল অনেকই এসব ধান টেনে পাশের রাস্তা কিংবা সড়কে উঠাতে চেষ্ঠা করছেন। এছাড়া শীতকালীন বিভিন্ন সবজিক্ষেতে পানি জমে এসব সবজি নষ্ট হতে চলেছে। এতে কোটি টাকার ক্ষতি হবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে উপজেলা  প্রায় ২০টি ইটভাটায় লাখ লাখ ইট বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। এতে ভাটা মালিকরা শুরুতেই কোটি টাকার ক্ষতির মধ্যে পড়েছেন। চুনারুঘাট উপজেলায় এবার প্রায় ১৯ হাজার হেক্টর জমিতে আমন ফসল রোপন করা হয়েছিল। ফসলও হয়েছে বাম্পার। অগ্রায়নের শুরুতেই কৃষকরা এসব ফসল তুলতে শুরু করেন। কিন্তু  গত তিন দিন ধরে অকাল বৃষ্টির কারণে নি¤œাঞ্চলের জমির ধান পানিতে তলিয়ে গেছে। বাতাসে জমির ধান ফেলে দেওয়ার কারণে এসব জমির ধানও এখন পানিতে নষ্ট হচ্ছে। ধারনা করা হচ্ছে উপজেলার ২০ শতাংশ কৃষক তাদের ধান কেটে বাড়িতে নিতে পেরেছেন। প্রায় ২০ শতাংশ কৃষক তাদের ধান কেটে জমিতেই শুকানোর জন্য রেখে দিয়েছেন। শুকালে মাড়াই করে ধান ঘরে তুলবেন। এছাড়া বাকী ৬০ শতাংশ জমির ধানই এখনও ক্ষেতে রয়েছে।
গতকাল উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কৃষকরা তাদের কাটা ধান টেনে তুলে রাস্তা কিংবা সড়কের পাশে স্তুপ করে তা কোন রকম বাচাঁনোর চেষ্ঠা করছেন। আর যাদের ধান ক্ষেতে রয়েছে তারা অপেক্ষা করছেন বৃষ্টি কমলেই ধান কাটা শুরু করবেন। এ অবস্থায় কৃষকরা বিপাকে পড়েছেন। তারা না পারছেন ধান কাটতে, না পারছেন কাটা ধান তুলতে। একই ভাবে যারা ধান বাড়িতে নিয়েছেন তারাও রৌদ্র না থাকায় এসব ধান শুকাতে পারছেন না। অনেকের ঘরেই ধান নষ্ট হচ্ছে।
এদিকে উপজেলার বিস্তীর্ণ এলাকার শীতকালীন শাকসবিজ পানিতে নষ্ট হচ্ছে। বৃষ্টির পানি জমে আলু, মরিচ, বেগুন, শীমসহ নানা সবজি এখন ক্ষেতেই নষ্ট হচ্ছে। দেখা গেছে, অনেকেই বৃষ্টিতে ভিজে এসব সবজি তুলতে চেষ্ঠা করছেন।
এবিষয়ে উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, অকালের এ বৃষ্টিতে উপজেলার ব্যাপক ক্ষতি হচ্ছে। বিশেষ করে আমন ফসলের অধিকাংশ এখনও কৃষকরা তুলতে পারেনি। এসব ফসল এখন পানিতে ভিজে নষ্ট হবে। এছাড়া শীতকালীন শাকসবিজ মারাত্মক ক্ষতি হবে। বৃষ্টির পানিতে শাকসবজির নষ্ট হয়ে যাবে। বৃষ্টি কমলেই সবজির দামও বাড়বে।